শনিবার, ১২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০৯:০১ পিএম

স্বামীর দেওয়া আগুনে স্ত্রীর মৃত্যু

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০৯:০১ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

চন্দনাইশে ঘাতক স্বামীর ছোড়া অকটেনের আগুনে ঝলসে যাওয়া নাজমা আক্তারের (২৩) নামের এক গৃহবধু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সাড়ে ১০ ঘন্টা পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শনিবার (২৮ ডিসেম্বর) ভোর ৫টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুল জব্বার (২৯) কে আটক করেছে পুলিশ।

ঘটনাটি গত শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ বাউলিয়া পাড়া গ্রামে  ঘটে।

 জানা যায়, দোহাজারী পৌরসভার জামিজুরী এলাকার মৃত আব্দুচ ছালামের ছেলে আব্দুল জব্বারের সাথে হাশিমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাউলিয়া পাড়া এলাকার মো. সেলিমের মেয়ে নাজমা আক্তার  এর সাথে বিয়ে হয় বিগত প্রায় ৭ বছর আগে। ওই দম্পতির ৪ বছর ও ৩ বছর বয়সী দুইটি সন্তানও রয়েছে। গত একমাস আগে পারিবারিক কলহের জেরে নাজমা অভিমান করে বাবার বাড়ি চলে আসে। গত একমাস যাবত সে শ্বশুর বাড়ি ফেরেনি। ঘটনার দিন (শুক্রবার) সন্ধ্যায় নাজমা রান্না করা অবস্থায় তর্ক বিতর্কের এক পর্যায়ে স্বামী জব্বারের হাতে থাকা প্লাস্টিকের বোতল থেকে অকটেন নাজমার গায়ে নিক্ষেপ করলে তাঁর শরীরের বিভিন্ন অংশে ঝলসে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) প্রেরন করেন। সেখানে সাড়ে ১০ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে চিকিৎসাধীন অবস্থায়  শনিবার ভোর ৫টায় নাজমা আক্তার না ফেরার দেশে চলে যান।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের ভাই মো. তারেক বাদী হয়ে আব্দুল জব্বারকে একমাত্র আসামী করে মামলা দায়ের করেছেন। মামলা দায়ের হওয়ার আড়াই ঘন্টার মধ্যে শনিবার সকাল ৮টায় আসামি আব্দুল জব্বারকে দোহাজারী পৌরসভা বাসস্ট্যান্ডের সামনে থেকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে। 

আরবি/জেডআর

Shera Lather
Link copied!