মানিকগঞ্জের দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক যুবককে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন স্থানীয়রা। এ ঘটনার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এলাকায় চাঞ্চল্য তৈরি করেছে।
শুক্রবার (১১ জুলাই) গভীর রাতে উপজেলার চর দেশগ্রাম এলাকায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীর স্বামী সৌদি আরব প্রবাসী। দীর্ঘদিন ধরে প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে এলাকায় গুঞ্জন চলছিল। শুক্রবার রাতে ওই ব্যক্তি ওই নারীর ঘরে প্রবেশ করলে এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করেন এবং রাতভর গাছের সঙ্গে বেঁধে রাখেন।
আটক হওয়া ব্যক্তি ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. সিরাজুল ইসলাম মুনজেল (৪৫)। তিনি গালা এলাকার মৃত শিরজন আলীর ছেলে।
ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু জানান, রাত দুইটার দিকে এলাকাবাসী তাদের আটক করে। দুজনেই তাদের সম্পর্কের কথা স্বীকার করেছেন এবং একে অপরকে বিয়ের আগ্রহ প্রকাশ করেছেন।
প্রবাসী স্বামী জানিয়েছেন, তিনি আর ওই নারীকে গ্রহণ করবেন না। বিষয়টি এখন সামাজিকভাবে মীমাংসার চেষ্টা চলছে। মুনজেলের বিষয়ে দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হবে।
দৌলতপুর থানার ওসি এ আর এম আল-মামুন বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। স্থানীয়ভাবে বিষয়টি সমঝোতার চেষ্টা চলছে বলে শুনেছি।’
আপনার মতামত লিখুন :