ভারতের নায়িকাসহ রোনালদোর আলোচিত ১৩ প্রেমিকা
আগস্ট ২৩, ২০২৫, ০৫:৩৮ পিএম
ফুটবলের বাইরেও ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার বিষয়। তার প্রেমজীবনের শুরুটা ছিল যেন এক ঝলমলে তারকাদের মেলা, আর শেষটা হয়েছে স্থায়ী সম্পর্কের এক সুন্দর পরিণতিতে।
চলুন, এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের প্রেমজীবনের ১৩টি অধ্যায়।
১. জর্ডানা জারডেল (২০০৩)
রোনালদোর প্রথম সম্পর্ক হিসেবে পরিচিত জর্ডানা জারডেল, ব্রাজিলিয়ান মডেল...