শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৫:৩৮ পিএম

ভারতের নায়িকাসহ রোনালদোর আলোচিত ১২ প্রেমিকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৫:৩৮ পিএম

ক্রিস্টিয়ানো রোনালদো ওে তার প্রেমিকারা। ছবি- সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদো ওে তার প্রেমিকারা। ছবি- সংগৃহীত

ফুটবলের বাইরেও ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার বিষয়। তার প্রেমজীবনের শুরুটা ছিল যেন এক ঝলমলে তারকাদের মেলা, আর শেষটা হয়েছে স্থায়ী সম্পর্কের এক সুন্দর পরিণতিতে। 

চলুন, এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের প্রেমজীবনের ১৩টি অধ্যায়।

১. জর্ডানা জারডেল (২০০৩)

রোনালদোর প্রথম সম্পর্ক হিসেবে পরিচিত জর্ডানা জারডেল, ব্রাজিলিয়ান মডেল এবং স্ট্রাইকার মারিও জারডেলের বোন। স্পোর্টিং লিসবনেই পরিচয় ঘটে তাদের। তবে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পরে তারসঙ্গে সম্পর্ক শেষ হয়।

২. মের্চে রোমেরো (২০০৫-২০০৬)

রোনালদোর সবচেয়ে আলোচিত সম্পর্ক ছিল পর্তুগিজ মডেল ও টিভি হোস্ট মের্চে রোমেরোর সঙ্গে। তাদের মধ্যে বয়সের ফারাক এবং দূরত্বের কারণে সম্পর্কের সময় খুব দীর্ঘ স্থায়ী হয়নি।

৩. ইমোজেন থমাস (২০০৬)

ব্রিটিশ রিয়ালিটি শো ‘বিগ ব্রাদার’-এর তারকা ইমোজেন থমাসের সঙ্গে রোনালদোর সংক্ষিপ্ত সম্পর্ক সংবাদ শিরোনাম হয়। ২০১১ সালে পুনরায় জড়িত হওয়ার গুজব রোনালদো প্রকাশ্যে অস্বীকার করেন।

৪. সোরাইয়া চাভেস (২০০৬)

পর্তুগিজ মডেল ও অভিনেত্রী সোরাইয়া চাভেসের সঙ্গে রোনালদোর সম্ভাব্য সম্পর্কের খবর শোনা যায়।

৫. জেমা অ্যাটকিনসন (২০০৭)

ব্রিটিশ টিভি সিরিজ ‘হলিওকস’-এর অভিনেত্রী জেমা অ্যাটকিনসনের সঙ্গে রোনালদোর সম্পর্কও বড় ধরণের সংবাদ তৈরি করেছিল।

জেমা বলেছেন, রোনালদোর সরল অথচ কার্যকর প্রেমপন্থা তাকে আকৃষ্ট করেছিল।

৬. বিপাশা বসু (২০০৭)

লিসবনের একটি নাইটক্লাবে রোনালদোকে বলিউড তারকা বিপাশা বসুর সঙ্গে দেখা যায়। রোমান্সের গুজব থাকলেও দুজনই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন।

৭. নেরেইদা গ্যালার্ডো (২০০৮)

স্প্যানিশ মডেল নেরেইদা গ্যালার্ডোর সঙ্গে রোনালদোকে অনেকবার ছুটিতে দেখা যায়। সম্পর্ক কয়েক মাসের মধ্যেই শেষ হয়।

৮. প্যারিস হিলটন (২০০৯)

লস এঞ্জেলেসের নাইটক্লাবে প্যারিস হিলটন এবং তার বোন নিকি হিলটনের সঙ্গে পার্টির সময় রোনালদোকে দৃষ্টিগোচর করা যায়। সে সময়ে কয়েক রাতের সংক্ষিপ্ত রোমান্স হিসেবে এটি প্রকাশিত হয়।

৯. কিম কারদাশিয়ান (২০১০)

মাদ্রিদে তিন দিনের অতিথি থাকার পর কিম কারদাশিয়ানের সঙ্গে রোনালদোর সংক্ষিপ্ত সম্পর্কের গুজব শোনা যায়।

১০. ইরিনা শায়ক (২০১০-২০১৫)

রাশিয়ান সুপারমডেল ইরিনা শায়কের সঙ্গে রোনালদোর সম্পর্ক সবচেয়ে উল্লেখযোগ্য। পাঁচ বছর ধরে তারা একসাথে ছিলেন, বিভিন্ন ইভেন্টে এবং রোনালদোর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে প্রকাশ্যে দেখা যেত।

১১. লুসিয়া ভিয়ালন (২০১৫)

স্প্যানিশ স্পোর্টস টিভি উপস্থাপিকা লুসিয়া ভিয়ালনের সঙ্গে রোনালদোকে সম্পর্কযুক্ত করা হলেও তার পরিবার তা অস্বীকার করে।

১২. ডেজিরে কর্দেরো (২০১৬)

মিস স্পেন ২০১৪ ডেজিরে কর্দেরোর সঙ্গে রোনালদোর সম্পর্কের খবর ছিল, তবে রোনালদো শেষ পর্যন্ত এ সম্পর্ক থেকে বেড়িয়ে আসেন।

১৩. জর্জিনা রড্রিগেজ (২০১৬-বর্তমান)

২০১৬ সালে গুচি স্টোরে কর্মরত জর্জিনার সঙ্গে রোনালদো পরিচিত হন। এই সম্পর্ক থেকে জন্ম হয়েছে চার সন্তান: আলানা, বেলা, এবং জোড়া সন্তান মাতেও ও ইভা মারিয়া। 

২০২৫ সালের ১১ আগস্ট জর্জিনা তাদের বাগদানের ঘোষণা দেন।

রোনালদোর প্রেমজীবন নানা রকম উচ্চ-প্রোফাইল ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্কের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে, যা তার ফুটবলের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনের প্রতিও জনসাধারণের আগ্রহ বাড়িয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!