কার্তিক মাসের শুরু থেকেই সারা দেশে বৃষ্টিপাত প্রায় বন্ধ হয়ে গেছে। এতে বেড়েছে তাপমাত্রা ও গরমের তীব্রতা। এ অবস্থায় দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি জানায়, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘সুস্পষ্ট লঘুচাপটি বুধবার নিম্নচাপে পরিণত হতে পারে। সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে যেহেতু এখন মনসুন মৌসুম শেষ, সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে।’
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে।
সবশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আজ চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন