শীতের প্রভাব ক্রমেই জোরালো হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি ডিসেম্বর থেকে আগামী ফেব্রুয়ারির মধ্যে দেশে তীব্র শৈত্যপ্রবাহ আঘাত হানতে পারে। এ সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, এই তিন মাসে ৩ থেকে ৮টি মৃদু (৮–১০ ডিগ্রি) থেকে মাঝারি (৬–৮ ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২–৩টি শৈত্যপ্রবাহ তীব্র (৪–৬ ডিগ্রি) হতে পারে। যদিও দিনের এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি থাকতে পারে।
শীতের সঙ্গে কুয়াশার প্রবণতাও বৃদ্ধি পাবে। দেশের বিভিন্ন নদী অববাহিকা ও কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, কখনও কখনও কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিনের ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি আরও বৃদ্ধি পাবে।
ফেব্রুয়ারির শেষার্ধে দেশের কোথাও কোথাও ১–২ দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে সামগ্রিকভাবে এই তিন মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, শীত ও কুয়াশা সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা জরুরি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন