ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী, ডা. জুবাইদা রহমান। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা অগ্রগতি এবং লন্ডনে চিকিৎসার প্রস্তুতি দেখার জন্য দেশে এসেছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে যান, যেখানে তিনি খালেদা জিয়ার স্বাস্থ্য এবং বিদেশে নেওয়ার প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেবেন।
এর আগে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় এবং লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় হিথরো বিমানবন্দর থেকে তিনি বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে দেশে রওনা হন। এ সময় মা জুবাইদাকে বিদায় জানান তার মেয়ে জাইমা রহমান।
ঢাকাস্থ কাতার দূতাবাস জানায়, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য কাতারের আমিরের বিমান-এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। তবে কারিগরি ত্রুটির কারণে এটি শুক্রবার আসতে পারেনি; সব ঠিক থাকলে শনিবার পৌঁছাতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন, মেডিকেল বোর্ড অনুমোদন দিলে বেগম জিয়া রোববার (৭ ডিসেম্বর) লন্ডনে যেতে পারবেন।
ডা. জুবাইদা রহমানের সঙ্গে লন্ডন সফরে যাবেন মোট ১৮ জন, যাতে খালেদা জিয়ার ছেলে ও কন্যার স্ত্রী, দলের স্থায়ী কমিটির সদস্য ও চিকিৎসকরা রয়েছেন।
বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখসহ নানা জটিলতায় ভুগছেন। ২০২৪ সালের ৫ আগস্ট মুক্তির পর তিনি উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান এবং ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরেন। এরপর নিয়মিত এভারকেয়ার হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং সিসিইউতে চিকিৎসাধীন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন