জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর ও পিরোজপুর-১ আসনের ধানের শীষের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী হাফিজ আল আসাদ সাঈদ খানের ভাই জেড এম শাহরিয়ারকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ধানমন্ডি থানা পুলিশ তাকে আটক করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ের পর ভুক্তভোগী স্ত্রীকে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন শাহরিয়ার। নির্যাতনের ঘটনায় একাধিক মামলা দায়ের হলে দুই বছর আগে তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটে।
অভিযোগ অনুযায়ী, মামলা দায়েরের পর থেকে শাহরিয়ার নিয়মিত ভুক্তভোগীকে হুমকি দিয়ে আসছিলেন। দাম্পত্য জীবনে গোপনে ধারণ করা ব্যক্তিগত ছবি ও অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখাতেন তিনি।
চলতি বছরের ১৮ অক্টোবর ‘পিরোজপুর পরিজন’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভুক্তভোগীর মুখমণ্ডল ব্যবহার করে কুরুচিপূর্ণ থাম্বনেইল ও ব্যক্তিগত ছবি পোস্ট করা হয়।
এছাড়া শাহরিয়ারের নিজস্ব ফেসবুক আইডি ‘Khan Sahariar’ থেকেও একাধিকবার একই ধরনের কনটেন্ট ছড়ানোর অভিযোগ রয়েছে। সর্বশেষ ১ নভেম্বর আবারও তার গোপন ছবি ও ভিডিও পোস্ট করা হয়, যা ভুক্তভোগীর সামাজিক মানহানি ঘটায়।
এজাহারে আরও দাবি করা হয়েছে, শাহরিয়ার অতীতেও একাধিক নারীর সঙ্গে প্রতারণার মাধ্যমে গোপন ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করতেন। ২০১৭ সালে পল্টন থানায় তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং–৩২/৭০, তারিখ–১১-০২-২০১৭) দায়ের ছিল।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন