ফরিদপুর শহরের বেইলি ব্রিজ সংলগ্ন আবাসিক হোটেল গুলশান প্যালেসে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। অভিযানে তিন নারীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে হোটেলটি সিলগালা করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান এবং নুঝাত তাবাসসুমের নেতৃত্বে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের খবর পেয়ে হোটেলের মালিক, ম্যানেজার ও সংশ্লিষ্ট কর্মচারীরা পালিয়ে যান বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি-হোটেলটিতে মাদক সেবন ও বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ চলছিল। পরে অভিযান চালিয়ে তিন নারীকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে মাদকসংশ্লিষ্ট ও অসামাজিক কার্যকলাপে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের ডোপ টেস্টও করা হবে।
অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম বলেন, অভিযানের সময় হোটেলের মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাউকেই পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আবাসিক হোটেলকে ব্যবহার করে কোনো ধরনের অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ চালাতে দেওয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন