ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

অতিরিক্ত ভাড়া আদায়, দুই বাস কাউন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুন ১০, ২০২৫, ১২:৫৮ এএম
ছবি- সংগৃহীত

ঈদুল আজহাকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ১০০ টাকা আদায় করায় নোয়াখালীর চাটখিল উপজেলায় দুটি বাস কাউন্টারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার রাতে চাটখিল বাস স্ট্যান্ডে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঈদকে পুঁজি করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের একাধিক অভিযোগ পেয়ে ইউএনও মিজানুর রহমান সোমবার রাতে চাটখিল বাস স্ট্যান্ডে যান। 

অভিযানে তিনি হাতে নাতে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পান। ঢাকাগামী হিমালয় পরিবহন এবং চট্টগ্রামগামী স্বাধীন বাংলা পরিবহন নির্ধারিত ভাড়া না মেনে ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছিল। 

এ কারণে কাউন্টার দুটিকে প্রতিটি ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, ‘কোনো পরিবহন সংস্থা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদ ও অন্যান্য উৎসবকেন্দ্রিক ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষকে হয়রানি করা কোনোভাবেই বরদাশত করা হবে না।’

তিনি আরও বলেন, যদি কারও কাছে এ বিষয়ে নির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে তা সরাসরি উপজেলা প্রশাসনকে জানাতে অনুরোধ করা হচ্ছে।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।