ঢাকা বুধবার, ২১ মে, ২০২৫

ডিবির অভিযানে শটগান ও ২৭ রাউন্ড কার্তুজসহ একজন গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২১, ২০২৫, ০১:০৯ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে শটগান ও কার্তুজসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-লালবাগ বিভাগ।

মঙ্গলবার (২০ মে) দুপুরে হাতিরঝিল থানার মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম-আনিসুর রহমান খান (৪৫)।

গ্রেপ্তারের সময় তার হেফাজত হতে ১২ বোরের একটি শটগান, ২৭ রাউন্ড কার্তুজ ও শটগানের মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের কপি উদ্ধার করা হয়।

ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আনিসুর রহমান তার নামে ইস্যুকৃত লাইসেন্স এর অনুকূলে শটগান ও কার্তুজ ইচ্ছাকৃতভাবে নবায়ন না করে গত ৩ সেপ্টেম্বর ২০২৪ সালে সরকার কর্তৃক ঘোষিত অস্ত্র জমা দেওয়ার আদেশ অমান্য করে অবৈধভাবে এবং অসৎ উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখে। পরে এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা-লালবাগ বিভাগের একটি দল মঙ্গলবার দুপুরে হাতিরঝিল থানাধীন মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

ডিবি লালবাগ সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী জব্দকৃত আগ্নেয়াস্ত্রটি ধৃত আসামির লাইসেন্সকৃত হলেও তিনি যথাসময়ে নবায়ন করেনি। তিনি যথাসময়ে লাইসেন্স নবায়ন না করায় ও সরকার নির্ধারিত সময়ে অস্ত্রটি জমা না দেওয়ায় উক্ত অস্ত্রটি বর্তমানে অবৈধ।

গ্রেপ্তারকৃত আনিসুর রহমানের বিরুদ্ধে ডিএমপির হাতিরঝিল থানায় মামলা রুজু করা হয়েছে।