ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৭:৩৯ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরী পূর্নিমা রাণী শীল গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জহুরুল ইসলাম (৩৬) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। 

দীর্ঘ ১৪ বছর পর শুক্রবার গভীর রাতে উপজেলার পূর্বদেলুয়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, তিনি দীর্ঘদিন মালয়েশিয়াতে ছিলেন। তিনি পূর্বদেলুয়া গ্রামের জিল্লুর রহমান এর ছেলে। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লাপাড়ার সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০১ সালে জহুরুল ইসলাম ও তার সহযোগীরা ভুক্তভোগীকে ধর্ষণ করে পালিয়ে যায়। ২০১১ সালে এই মামলার বিচার শেষে আসামি জহুরুল ইসলামসহ মোট ১১ জনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। এই মামালার মোট ১০ জন আসামি এখন কারাগারে আছে এবং বাকি একজন এখনো পলাতক রয়েছে।