ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা। প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর তিনি বলেন, ‘সিলেট-২ আসনে বিএনপি ঐক্যবদ্ধ এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাই একসঙ্গে কাজ করবে।’
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তিনি শুকরিয়া আদায় করে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লুনা বলেন, ‘২০১৮ সালে বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছিল, কিন্তু প্রার্থিতা বাতিল হওয়ায় অংশ নিতে পারিনি। এবার সিলেট বিভাগে প্রথম নারী হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী হয়ে সরাসরি ভোটে অংশ নেওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত।’
তিনি আরও বলেন, ‘সিলেট-২ আসনে বিএনপিতে কোনো মতানৈক্য নেই। কারও ব্যক্তিগত চাওয়া-পাওয়া বা সুযোগ-সুবিধার বিষয় থাকতে পারে, কিন্তু যারা বিএনপি করে তারা সবাই এক পতাকাতলেই ঐক্যবদ্ধ। আগামী দিনে আমরা সবাই মিলে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।’
গুম ও নিখোঁজ ইস্যুতে সরকারের ভূমিকা প্রসঙ্গে লুনা বলেন, ‘অন্তর্বর্তী সরকার গুম কমিশন গঠন করেছে। আমরা ইতোমধ্যে সেখানে তথ্য ও উপাত্ত জমা দিয়েছি। কমিশনের সীমাবদ্ধতা থাকলেও বিএনপি ক্ষমতায় এলে গুমের ঘটনাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও বিচার করা হবে। এটি আমাদের অঙ্গীকার।’
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘গত ১৩ বছর দলের সংগঠনকে শক্তিশালী করার পেছনে সময় ব্যয় করেছি। নেতাকর্মীদের ভালোবাসা ও জনগণের সমর্থনই আমার শক্তি। দলের হাইকমান্ডের আস্থা এবং স্থানীয় জনগণের ভালোবাসায় আমি আশাবাদী, ইনশাআল্লাহ ধানের শীষ বিজয়ী হবে।’
সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর লুনা দলের কেন্দ্রীয় নেতৃত্ব, সিলেট বিএনপি এবং স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
        
                            
                                    

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন