সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ধানের শীষের বার্তা নিয়ে যেদিকেই যাচ্ছি, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ইতোমধ্যে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন। ধানের শীষের প্রার্থীদের পক্ষে সবাই মাঠে নেমে কাজ করছেন।
বুধবার (১২ নভেম্বর) বিকালে বিয়ানীবাজারে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উপজেলা ও পৌর শাখা এবং শ্রমিক দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি একটি বড় গণতান্ত্রিক দল। এ দলে সময়ে সময়ে অনেক নেতা তৈরি হয়েছেন। এক-এক আসনে একাধিক প্রার্থী, সবাই যোগ্য। তবে দল যেখানে যাকে বাছাই করেছে সেখানে তাকে প্রার্থী ঘোষণা করেছে। দলের সিদ্ধান্তই চূড়ান্ত, এটি সবাই মেনে নিয়েছে এবং দলের নেতাকর্মী সবাই ধানের শীষের পক্ষে কাজ করছেন।’
বিয়ানীবাজার পৌর শহরের একটি কনফারেন্স হলে আয়োজিত জাসাসের মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমান। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন পৌর জাসাসের সভাপতি শাহ আকবর স্বপন ও উপজেলা জাসাসের সদস্যসচিব এম এ হালিম রানা।
এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন: সিলেট জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হোসেন পুতুল, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, তরুণদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকবর হোসেন, পৌর জাসাসের সিনিয়র সহসভাপতি এমরান আহমদ, জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খান ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জয়নাল আহমদ রানু, উপজেলা জাসাসের যুগ্ম-আহ্বায়ক জাফর আহমদ, পৌর জাসাসের সাধারণ সম্পাদক মনসুর হাজ্জাজ, মুড়িয়া ইউনিয়ন জাসাসের সভাপতি কবির আহমদ, আলীনগর ইউনিয়ন জাসাসের সভাপতি জুবের আহমদ, রতন তাপাদার, রমুনুজ্জামান, আব্দুল হাসিব, তারেক আহমদ প্রমুখ।



