ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

মিষ্টির কড়াইয়ে টিকটিকির মল, গৌর ঘোষ দধি ভান্ডারকে জরিমানা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৫:৩৭ পিএম
গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারে অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম। ছবি- সংগৃহীত

টাঙ্গাইলে বিখ্যাত মিষ্টান্ন প্রতিষ্ঠান গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২২ অক্টোবর) সকালে টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকায় প্রতিষ্ঠানটিতে অভিযান চালান ভোক্তা অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানে দেখা যায়, দই উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা ছাড়াও দোকানে বেশ কিছু পচে যাওয়া দই রাখা হয়েছে। মিষ্টান্ন তৈরির বড় কড়াইয়ে পাওয়া যায় টিকটিকির মল। এমন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, খাদ্য উৎপাদনে এমন অস্বাস্থ্যকর পরিবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে টাঙ্গাইল পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।