ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৬:৩০ পিএম
ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু হয়। প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে জামাল উদ্দীন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি।

এর আগে ভোরে উপজেলার সীমান্তবর্তী এলাকা আমজানখোর ইউনিয়নের রত্নাই বারসা গ্রামে তিনি সাপের কামড়ে আহত হন।

জামাল উদ্দীন আমজানখোর ইউনিয়নের রত্নাই বারসা গ্রামের নফিল উদ্দীনের ছেলে।

স্বজনরা জানান, ভোরে নিজ বাড়িতে জামাল উদ্দীনকে সাপে কামড় দেয়। স্থানীয় কয়েকজন ওঝা ডেকে এনে ঝাড়ফুঁক করে বিষ নামানোর চেষ্টা করেন। দীর্ঘ সময় চেষ্টা করেও বিষ নামাতে ব্যর্থ হন ওঝা। পরে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে নেওয়া হয় জামালকে। এরপরে চিকিৎসক ভ্যাকসিন দিলেও আর বাঁচানো সম্ভব হয়নি।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মো. ফুয়াদ  বলেন, ‘সাপে কাটার প্রায় চার ঘণ্টা পর রোগীকে হাসপাতালে এনেছিলেন স্বজনরা। তখন রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিল। ভ্যাকসিন দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।’

সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে রোগীদের হাসপাতালে আনার পরামর্শ দেন তিনি।