ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫

ঠাকুরগাঁওয়ে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৭:১৩ পিএম
হাসপাতালে শিশু সিয়াম আলী। ছবি-সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গলায় লিচুর বিচি আটকে সিয়াম আলী (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের সাধুবান্ধা গ্রামে এ ঘটনা ঘটে।

সিয়াম ইউনিয়নের সাধুবান্ধা গ্রামের দুলাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী রসেদা বেগম বলেন, ‘বাড়ির আঙিনায় লিচুগাছের নিচের খেলা করছিল সিয়ামসহ অন্য শিশুরা। গাছের নিচে পড়ে থাকা লিচু কুড়িয়ে খাওয়ার সময় সিয়ামের গলায় বিচি আটকে যায়।’

তিনি আরও বলেন, ‘এ সময় অন্য শিশুদের চিৎকার শুনে সবাই সেখানে ছুটে যান। সিয়ামকে দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার বাবা ও প্রতিবেশীরা। চিকিৎসক সেখানে সিয়ামকে মৃত ঘোষণা করেন।’

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আহাদুজ্জামান সজীব বলেন, ‘হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটি মারা গেছে। ইমার্জেন্সি বিভাগে শিশুটির গলায় আটকে থাকা লিচুর বিচি বের করেন চিকিৎসক। বিচি গলায় দীর্ঘক্ষণ আটকে থাকার কারণে সে মারা গেছে।’

সিয়ামের চাচাতো বড় ভাই মামুনুর রশিদ বলেন, ‘বিকেল সাড়ে ৫টায় সিয়ামকে দাফন করা হয়েছে।’