মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৫:৪৯ পিএম

ছেঁড়া হলো জামায়াতের প্রার্থীর ব্যানার, স্থানীয়দের অসন্তোষ

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৫:৪৯ পিএম

ঠাকুরগাঁও-২ আসনে জামায়াত প্রার্থী আবদুল হাকিমের ছেঁড়া ব্যানার। ছবি- রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁও-২ আসনে জামায়াত প্রার্থী আবদুল হাকিমের ছেঁড়া ব্যানার। ছবি- রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁও-২ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা আবদুল হাকিমের নির্বাচনি ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

সোমবার (৩ নভেম্বর) গভীর রাতে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারি বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মঙ্গলবার সকালে এলাকাবাসী ছেঁড়া ব্যানারটি দেখতে পেয়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে স্থানীয় এক সচেতন নাগরিক বলেন, ‘এ ধরনের ঘটনা সামাজিক সম্প্রীতি নষ্ট করে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।’

আমজানখোর ইউনিয়ন জামায়াতের আমির অভিযোগ করে বলেন, ‘আমাদের ব্যানারের পাশে ধানের শীষ প্রতীকের আরেকটি ব্যানার ছিল, সেটি অক্ষত রয়েছে। অথচ শুধু আমাদের ব্যানারই ছিঁড়ে ফেলা হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

জামায়াত প্রার্থী মাওলানা আবদুল হাকিম বলেন, ‘আমরা শান্তিতে বিশ্বাসী। যে বা যারা এহেন ঘৃণ্য কাজ ঘটিয়েছে, তারা ভুলে গেছে, জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা ব্যানার ছিঁড়ে বন্ধ করা যাবে না। এর জবাব ভোটাররা ব্যালটের মাধ্যমে দেবে, ইনশাআল্লাহ।’

ঠাকুরগাঁও-২ আসনটি হরিপুর, বালিয়াডাঙ্গী ও রাণীশৈংকেল উপজেলার একাংশ নিয়ে গঠিত। মাওলানা আবদুল হাকিম জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, অঞ্চল টিম সদস্য ও জেলার সাবেক আমির। 

অতীত নির্বাচনে তিনি জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এমনকি কিছু বেসরকারি টেলিভিশনে তার বিজয়ের খবর প্রচার হলেও শেষ পর্যন্ত ফলাফল পাল্টে যায় বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় তীব্র অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

Link copied!