শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০২:০৬ পিএম

শিশু বিকাশের জন্য বিশেষায়িত সেবা কেন্দ্র ‘নার্চার নেস্ট’ চালু

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০২:০৬ পিএম

শিশু বিকাশের জন্য বিশেষায়িত সেবা কেন্দ্র ‘নার্চার নেস্ট’ চালু

ছবি- রূপালী বাংলাদেশ

বিশেষ চাহিদাপূর্ণ শিশুদের পূর্ণাঙ্গ বিকাশের জন্য রাজধানীর ধানমন্ডিতে চালু হয়েছে বিশেষায়িত সেবা কেন্দ্র নার্চার নেস্ট।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের সপ্তম তলায় অবস্থিত এ সেবাকেন্দ্রটি উদ্বোধন করেন দেশ বরেণ্য মনোরোগ বিশেষজ্ঞ ও শিশু নিউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসকরা।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ সালামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ডা এ এস এম মোরশেদ।

বাংলাদেশের প্রেক্ষাপটে এ সেবাকেন্দ্রের প্র‍য়োজনীয়তা উল্লেখপূর্বক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নার্চারনেস্টের স্বপ্নদ্রষ্টা প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ডা. এম এস আই মল্লিক।

প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার, অধ্যাপক ডা. মো. ফারুক আলম, অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. কামরুল হাসান, অধ্যাপক ডা. নাহিদ মাহিজাবিন মোরশেদ, ডা. মো. মাহবুবুর রহমান।

এসময় অন্যানেদের মধ্যে ছিলেন অধ্যাপক ডা. মহসিন আলী শাহ সহ আরও অনেকে।

নার্চার নেস্ট, বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেড (বিপিসিএল)-এর তত্ত্বাবধানে পরিচালিত স্বয়ংসম্পূর্ণ শিশু বিকাশ কেন্দ্র।

উল্যেখ্য, বিপিসিএল বাংলাদেশের প্রথম বেসরকারি ওয়ান স্টপ পরামর্শ কেন্দ্র যা ২০২১ সাল থেকে কার্যকর ও মানসম্মত সকল মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। নার্চার নেস্ট-এ বিকাশগত ও আচরণগত সমস্যার সম্মুখীন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিশেষজ্ঞ চিকিৎসক রোগ নির্ণয়, কাউন্সেলিং, রোগের তীব্রতা অনুযায়ী বিশেষায়িত যত্ন ও থেরাপিউটিক সেবা প্রদান করবে।

এ ছাড়াও এ ধরনের বাচ্চার বাবা মা কিংবা পরিচর্যাকারীর জন্য থাকবে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নার্চার নেস্ট অন্যান্য বিকাশ কেন্দ্র থেকে আলাদা। কারণ এ সেবাকেন্দ্র শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ এবং শিশু-স্নায়ু বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত। প্রতিষ্ঠানটিতে সকল থেরাপি অভিজ্ঞ থেরাপিস্টদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এখানে একই স্থানে বিভিন্ন ধরণের থেরাপি সুবিধা দেয়া হয়, যার মধ্যে রয়েছে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস (ABA)থেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ-ল্যাঙ্গুয়েজ থেরাপি, ডে কেয়ারের পাশাপাশি সকল শিশুর বিকাশমূলক বা ডেভেলপমেন্টাল থেরাপি, সাইকোথেরাপি, চিকিৎসা পরামর্শ, প্যারেন্ট ট্রেনিং এবং এমনকি শিশুর যত্ন প্রদানকারীর জন্যও প্রশিক্ষণ। এতে শিশুদের নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাওয়ার প্রয়োজনীয়তা দূর হবে।

নার্চার নেস্টের উদ্যোক্তারা বলেন, ‘আমরা বিশ্বাস করি যে প্রতিটি শিশু একক ও অনন্য, যার ভিন্ন ধরনের সক্ষমতা রয়েছে। এই সক্ষমতা সঠিকভাবে নির্ণয় করে যদি বিশেষ চাহিদাপন্ন শিশুর প্রয়োজনীয় সব থেরাপি একসাথে প্রদান করা যায়, তবে আর কষ্ট করে দেশের বাইরে যাবার প্রয়োজন পড়বে না। দেশের পাবে আন্তর্জাতিক মানের সেবা।

বিস্তারিত তথ্যের জন্য www.nurturenestbd.com এ অথবা ০৯-৬০৪-৬০৪-৬০৪ নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন তারা।

আরবি/এসআর

Link copied!