১ হাজার টাকার নোট বাতিলের বিষয়ে যা বললেন উপদেষ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪, ০৩:৩০ পিএম

১ হাজার টাকার নোট বাতিলের বিষয়ে যা বললেন উপদেষ্টা

ছবি: সংগৃহীত

ঢাকা:  এক হাজার টাকার নোট বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে চীন ও কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে মূল অথোরিটি বাংলাদেশ ব্যাংক। তারা যদি এমন কথা জানিয়ে থাকে, তাহলে তো এটা নিয়ে আর কোনও সমস্যা নেই। এটা যেভাবে চলছে, সেভাবেই চলবে।’

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচলিত ১ হাজার টাকার নোট বাতিলের গুঞ্জনে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, ‘এক হাজার টাকা মূল্যমানের নোট বাতিলের যে তথ্য ছড়িয়েছে, তা গুজব।’

আরবি/জেআই

Link copied!