রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় বিএনপি নেতা কামরুল আহসান সাধনকে গুলি করে হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজের ভিত্তিতে দুই হামলাকারীকে শনাক্ত করেছে পুলিশ।
তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
সোমবার (২৬ মে) সাংবাদিকদের তিনি জানান, ‘সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, গুদারাঘাটের ৪ নম্বর রোডে দুই ব্যক্তি প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি করে চলে যায়। ওই দুই ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং এখন তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
রোববার রাতে গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধনকে তার বাসার নিকটবর্তী গুদারাঘাট এলাকায় গুলি করে হত্যা করা হয়। নিহত কামরুল আহসানের বাড়ি ওই এলাকাতেই। তিনি দীর্ঘদিন ধরে ডিস ক্যাবল টিভি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
হামলার ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত কার্যক্রম পুরোদমে চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আপনার মতামত লিখুন :