সাভারের আশুলিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ উঠেছে আওলাদ হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। সোমবার (২৬ মে) উপজেলার আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের ভাটিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে আওলাদ পলাতক ছিলেন। পরে তাকে গাজীপুরের কালিয়াকৈর থেকে আটক করা হয়।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, মাদক সেবনের টাকা না পেয়ে আওলাদ হোসেন নামক এক যুবক তার মাকে মারধর করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই নারীকে পার্শ্ববর্তী ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর থেকে নিহতের ছেলে আওলাদ হোসেন পলাতক ছিলেন। তবে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন ও উপপরিদর্শক (এসআই) আনোয়ার।
নিহত সুফিয়া খাতুন আশুলিয়ার ভাটিয়াকান্দি গ্রামের নেহাজ্জুদ্দিনের স্ত্রী। গ্রেপ্তার ছেলের নাম আওলাদ হোসেন (২৮)।
এ ঘটনায় স্থানীয়রা বলেন, আওলাদ মাদক সেবন করতেন। গতকাল দুপুর থেকেই তিনি তার মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা চেয়ে আসছিলেন। কিন্তু ঈদের আগে টাকা দিতে পারবেন না বলে জানিয়ে দেন সুফিয়া খাতুন। এতে আওলাদ নেশার টাকা না পেয়ে রাতে তার মাকে মারধর করেন। পরে তার মাকে রক্তাক্ত অবস্থায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, অভিযুক্ত আওলাদকে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :