রাজধানীর কদমতলীর তুষার ধারা সাদ্দাম মার্কেট এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. নুর ইসলাম (৪০)। তিনি পেশায় রড মিস্ত্রি ছিলেন।
সহকর্মীরা জানান, ছয়তলা নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নুর ইসলাম নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সহকর্মী মো. শাকিল বলেন, ‘আমরা সবাই মিলে কাজ করছিলাম। হঠাৎ দেখি নুর ভাই নিচে পড়ে গেছেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু বাঁচানো যায়নি।’
নিহত নুর ইসলামের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি এলাকায়। তিনি নির্মাণাধীন ভবনেই থাকতেন এবং দীর্ঘদিন ধরে রড মিস্ত্রির কাজ করছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলি থানাকে জানানো হয়েছে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন