রাজধানীর উত্তরা ক্যাটালিয়ন কোয়ার্টারের সামনে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. হাফিজ মাহমুদ (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (০৪ নভেম্বর) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।
পুলিশ জানায়, নিহত হাফিজ নড়াইল জেলার লোহাগড়া থানার আড়পাড়া গ্রামে মুরাদ উদ্দিন আহমেদ ছেলে। বর্তমানে তিনি ঢাকার সাভারের রামচন্দ্রপুর এলাকার ১৮/১১ নম্বর বাসায় বসবাস করতেন।
ঢাকা রেলওয়ে থানার এসআই মো. বজলুর রশিদ জানান, ‘আমরা খবর পেয়ে সকাল সাড়ে দশটার দিকে উত্তরা ক্যাটালিয়ন কোয়ার্টারের সামনে কিলোমিটার ৩০৩/১-২ মধ্যবর্তী রেললাইন এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, স্থানীয় লোকজনের মুখে জানতে পারি, নিহত ব্যক্তি রেললাইন দিয়ে অসাবধানতাবশত হাঁটার সময় হঠাৎ জামালপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন