সুস্থ ধারায় ব্যাংক পরিচালনার জন্য স্বাধীন ব্যাংকিং কমিশন গঠন করতে হবে। যাত করে আগামীত ব্যাংক দখল না হয়। ব্যাংক ও বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স অসুস্থ্য রাজনীতিক বিবচনায় কেউ দেত না পারে। যাতে বিশেষ কোন গ্রুপকে বাংলাদেশ বাংক আইন লংঘন করে সুবিধা দিতে ব্যর্থ হয়।
সোমবার (১২ আহস্ট) বেলা ১১ টায় ধানমন্ডিতে ব্যাংকিং খাতে সুশাষন ফিরিয়ে আনতে করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেন্টর ফর পলিসির (সিপিডি) শীর্ষ কমর্কর্তারা।