ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসিতে চলছে গ্রাহক সেবা পক্ষ ‘তারুণ্যের উৎসব-২০২৫’

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০২:৩৮ পিএম
প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি এর লোগো। ছবি- সংগৃহীত

তরুণদের বীমা বিষয়ক কার্যক্রমে উদ্ভুদ্ধকরণ এবং জুলাই বিপ্লবকে উপজীব্য করে তরুণদের জন্য নতুন বীমা পরিকল্পনা উদ্ভাবনে প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসিতে চলছে গ্রাহক সেবা পক্ষ ‘তারুণ্যের উৎসব-২০২৫’।

গত ১৬ অক্টোবর থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই তারুণ্যের উৎসব চলবে আগামী ৩০ অক্টোবর অব্দি।

তারুণ্যের উৎসবের উদ্দেশ্য সম্পর্কে প্রভাতী ইন্স্যুরেন্স জানায়, তরুণদের দক্ষতা উন্নয়ন এবং অথনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ তথা বীমার মাধ্যমে ভবিষ্যত রক্ষাকবচ তৈরীর বিষয়ে সচেতনতা বৃদ্ধিকরণ।

এ ছাড়া, জীবন ও সম্পদের সুরক্ষায় তরুণদের জন্য উপযুক্ত বীমা পরিকল্পনা উদ্ভাবন ও তাদেরকে উৎসাহিত করা এই কার্যক্রমের উদ্দেশ্য।