ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

মেয়েকে হত্যার দায়ে বাবার কারাদণ্ড

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৪:৪১ পিএম
চরফ্যাশন (চৌকি) আদালত, ভোলা। ছবি- রূপালী বাংলাদেশ

‎ভোলার চরফ্যাশনে মেয়েকে গলা টিপে হত্যার দায়ে বাবা মো. ফারুককে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

‎মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে চরফ্যাশন চৌকি আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী সরকারি কৌঁসুলি হযরত আলী হিরন। কারাদণ্ডপ্রাপ্ত ফারুক উপজেলার শশিভূষণ থানার জাহানপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

‎মামলার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১২ সেপ্টেম্বর ফারুক মেয়ে খাদিজা আক্তার খুকিকে (২০) নিয়ে বরিশাল ফুফুর বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এ সময় মেয়ের সঙ্গে নানান বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা হয়। এর একপর্যায়ে মেয়ের গলায় গামছা প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। 

পরে মেয়েকে চরফ্যাশন পৌরসভা ১ নং ওয়ার্ড ফজলুর রহমান সড়কের অধ্যক্ষ দুলাল মিয়ার বাড়ির পিছনের বিলের মধ্যে ফেলে দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ওই দিন অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলাকালীন বাবা ফারুককে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে জবানবন্দি দেন মেয়েকে তিনি নিজেই হত্যা করেছেন।

এদিকে রায় ঘোষণার পর স্থানীয় আইনজীবী ও সাধারণ মানুষ রায়কে ন্যায়সংগত ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।