বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৭:৫৬ পিএম

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্প্রিং-২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৭:৫৬ পিএম

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্প্রিং-২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

ছবি: রূপালী বাংলাদেশ

স্প্রিং ২০২৫ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে এক প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। ওরিয়েন্টেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্র্যাক ইউনিভার্সিটিতে নবীন এই শিক্ষার্থীদের শিক্ষাজীবন শুরু হলো।

অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্যের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার। এ সময় তিনি শিক্ষার্থীদের বিনয়ী ও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। তিনি তাদের ঐক্যবদ্ধ থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন।

সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, আমাদের সবার আগে এই দেশটাকে ভালোবাসতে হবে, দেশের প্রতি দায়বদ্ধ হতে হবে। আমাদের সবাইকে নিজের সুপ্ত সম্ভাবনাগুলোকে চিনতে শিখতে হবে এবং সেগুলোকে কাজে লাগিয়ে নিজেকে অনন্য করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে অডিও-ভিজ্যুয়ালের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটির সমৃদ্ধ ইতিহাস ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ এর শিক্ষাদর্শনের সাথে শিক্ষার্থীদের পরিচিত করানো হয়। অডিও-ভিজ্যুয়ালে মানসম্মত শিক্ষার প্রতি ব্র্যাক ইউনিভার্সিটি অঙ্গীকারকে সবার সামনে তুলে ধরা হয়।  

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, স্কুল অব জেনারেল এডুকেশনের ডিন প্রফেসর সামিয়া হক, প্রক্টর ড. রুবানা আহমেদ, ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেসের ডিরেক্টর প্রফেসর শায়লা সুলতানা এবং ব্র্যাক ইউনিভার্সিটির অ্যালামনাই এবং ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আদনান হোসেন।

বক্তারা তাদের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অঙ্গীকারকে তুলে ধরেন। তাদের বক্তব্য শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে এবং তাদের মনে উদ্দীপনা জাগিয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টুডেন্টস লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির কালচারাল ক্লাব ও ব্র্যাক ইউনিভার্সিটি মনন ক্লাবের সদস্যদের মনোমুগ্ধকর পরিবেশনা শিক্ষার্থীদের মোহিত করেছে। প্রাণবন্ত কনসার্টের মাধ্যমে ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি শেষ হয়। ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষার্থীদের ক্ষমতায়নে অঙ্গীকারবদ্ধ। শিক্ষার্থীদের দেশ ও দেশের বাইরে ইতিবাচক অবদান রাখতে সক্ষম করে গড়ে তুলতে কাজ করে চলেছে ব্র্যাক ইউনিভার্সিটি

রূপালী বাংলাদেশ

Link copied!