বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনকে মৃত ঘোষণা করে প্রতীকী কফিন মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বুধবার (৩০ এপ্রিল) রাত ৮টায় দাবিদাওয়া না মানা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে কফিন মিছিল শুরু করে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে অবস্থান করেন।
পরে প্রক্টর অফিসের সামনে প্রতীকী কফিন রেখে ‘মৃত প্রক্টর’ সংবলিত প্ল্যাকার্ড টাঙানো হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিদাওয়া না মেনে উল্টো তাদের বিরুদ্ধে হয়রানিমূলক বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।
তারা বলেন, দাবিদাওয়া পূরণ এবং হয়রানিমূলক মামলা ও সাধারণ ডায়েরি প্রত্যাহারের দাবিতেই এ প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়েছে।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের সব বিপদ-আপদ দেখার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কিন্তু প্রশাসন আমাদের সঙ্গে কোনো আলাপ না করে উল্টো মামলা দিয়েছে।’
তিনি বলেন, ‘এমন অবস্থায় আমরা মনে করি বরিশাল বিশ্ববিদ্যালয়ে কেনো প্রশাসন নেই। যে প্রশাসন আছে তা মৃত। আমরা তারই প্রেক্ষিতে এ প্রতীকী কফিন মিছিলের সিদ্ধান্ত নিয়েছি।’
মোকাব্বেল শেখ বলেন, ‘আমরা ৪ দফা দাবি নিয়ে কয়েকদিন ধরে আন্দোলন করছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো আমলে নিচ্ছেন না। উপাচার্য আমাদের দাবির প্রতি কর্ণপাত না করে বিশ্ববিদ্যালয়ে আওয়ামী পুনর্বাসন করছেন। তাই প্রশাসনকে মৃত ঘোষণা করছি। তাদের প্রতীকী জানাজার আয়োজন করেছি।’
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাজমুল ঢালি বলেন, ‘অনেক দিন ধরে ৪টি দাবি জানিয়ে আসছি। কিন্তু প্রশাসন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। তাদের নীরবতার কারণেই আজকে কফিন মিছিল করেছি।’