সুইডেন সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত স্নাতকোত্তর পর্যায়ের স্কলারশিপ দিচ্ছে। এ স্কলারশিপের নাম Swedish Institute Scholarship for Global Professionals (SI Scholarship)। বাংলাদেশসহ বিশ্বের ৩২টি দেশের শিক্ষার্থীরা এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৬।
সুইডিশ ইনস্টিটিউট (SI) প্রতি বছর ৭৫০টির বেশি মাস্টার্স প্রোগ্রামের জন্য এ স্কলারশিপ প্রদান করে থাকে। এক বা দুই বছর মেয়াদি এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা উন্নত শিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। স্কলারশিপের আওতায় মাসে ১২,০০০ সুইডিশ ক্রোনা জীবনযাত্রার ব্যয় হিসেবে দেওয়া হবে, পাশাপাশি এককালীন ১৫,০০০ ক্রোনা ভ্রমণ অনুদানও প্রদান করা হবে। এছাড়া স্বাস্থ্যবিমা সুবিধা এবং SI Network for Future Global Professionals (NFGP) ও SI Alumni Network–এর সদস্যপদ পাওয়া যাবে, যা শক্তিশালী পেশাগত নেটওয়ার্ক গঠনে সহায়ক হবে।
এই স্কলারশিপে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতা থাকা বাধ্যতামূলক। পাশাপাশি কমপক্ষে ৩,০০০ ঘণ্টা কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যা ফুল-টাইমে প্রায় দেড় বছরের সমান। আবেদনপত্রের সঙ্গে মানসম্মত সিভি, মোটিভেশন লেটার ও রেফারেন্স লেটার জমা দিতে হবে। প্রার্থীর পছন্দ করা মাস্টার্স প্রোগ্রামটি অবশ্যই SI Scholarship-এর জন্য উপযুক্ত হতে হবে। ২০২৬ সালের জানুয়ারির মধ্যে কোনো একটি সুইডিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে যারা পূর্বে সুইডেনে কোনো ডিগ্রি অর্জন করেছেন, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।
আবেদনের জন্য প্রয়োজন হবে- সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে তৈরি সিভি, রেফারেন্স লেটার এবং কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্র। এছাড়া বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি এবং একটি শক্তিশালী মোটিভেশন লেটার যুক্ত করতে হবে।
আগ্রহী প্রার্থীরা প্রথমে সুইডেনের কোনো মাস্টার্স প্রোগ্রামে ভর্তি আবেদন করবেন। এরপর সুইডিশ ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে SI Scholarship-এর জন্য আলাদা আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য, প্রয়োজনীয় ফরম ও নির্দেশনা পাওয়া যাবে এই ওয়েবসাইটে: https://si.se/en/apply/scholarships/swedish-institute-scholarships-for-global-professionals/