পিরোজপুরের মঠবাড়িয়ায় আলম হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ চা দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বড় শৌলা গ্রামের সোনা উদ্দিনের বাড়ির সম্মুখ সড়কে এ ঘটনা ঘটে। নিহত আলম হাওলাদার উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রাতে আলম হাওলাদার প্রতিদিনের ন্যায় তার চায়ের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া করে রাজু নামে একজনকে আটক করে। পুলিশ খবর পেয়ে এ ঘটনায় রাতেই ঘটনার সাথে জড়িত রাজুসহ ৩ জনকে আটক করে।
স্থাণীয়দের ধারণা, দোকানের বকেয়া পাওনা টাকা চাওয়ায় মাদকাসক্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
নিহতের ছোট ছেলে সরোয়ার হোসেন জানান, ‘বকেয়া পাওনা টাকা চাওয়ার জন্য আমার সামনেই অনেকবার আমার বাবার সাথে ঝগড়া হয়েছে। ঘটনার দিন রাতেই বাড়ি ফেরার পথে কুপিয়ে তাকে হত্যা করা হয়। বকেয়া পাওনা টাকা চাওয়ার জন্য আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি আমার বাবার হত্যার বিচার চাই।’
মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। নিহতের ছোট ছেলে সরোয়ার হোসেন বাদী হয়ে এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়না তদন্তের জন্য নিহতের লাশ পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।