চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে চাকসুর সাবেক ভিপি এস. এম. ফজলুল হককে সভাপতি এবং এনবিআরের কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
গত সোমবার (২৮ এপ্রিল) সমাজসেবা অধিদপ্তর কর্তৃক কমিটি অনুমোদন করা হয়।
গত বছরের ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ সদস্যের অনুপস্থিতির কারণে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সার্বিক কার্যক্রম স্থবির ও অকার্যকর হয়ে পড়ে।
অ্যাসোসিয়েশন নিয়ে বিগত সময়ে দুটি কমিটি ছিল। দুটি কমিটির নেতা এবং বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক অ্যালামনাই সদস্যদের নিয়ে চিটাগাং ক্লাব ও ঢাকা অফিসার্স ক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে একীভূত ও গতিশীল করতে চাকসুর সাবেক ভিপি এস. এম. ফজলুল হককে দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্ব নেওয়ার পর তিনি বিগত ৬-৭ মাসব্যাপী দেশে-বিদেশে এবং সমাজের বিভিন্ন স্তরের সব পর্যায়ের অ্যালামনাইদের সঙ্গে আলাপ-আলোচনা ও পরামর্শ গ্রহণ করে গত ১১ এপ্রিল সাধারণ সভার আয়োজন করেন।
এ সাধারণ সভায় এস. এম. ফজলুল হককে সভাপতি এবং ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে চাকসুর সাবেক সব ভিপি, জিএস, বিগত বিবদমান কমিটির সদস্য, সাবেক ছাত্র প্রতিনিধি ও নানা স্তরের নেতাসহ সংশ্লিষ্ট সিনিয়র ব্যক্তিবর্গ ও সব দল-মতের প্রতিফলন ঘটে।
যা সবার কাছে সমাদৃত ও প্রশংসিত হয়েছে। এ কমিটি বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়।
পরবর্তীকালে এ কমিটি ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। নবগঠিত কমিটিকে এরই মধ্যে মেয়াদোত্তীর্ণ কমিটির বিদায়ী সভাপতি ড. আবদুল করিমসহ বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষক সংগঠন ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
তারা আশাবাদ ব্যক্ত করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে এ কমিটি বিশ্ব দরবারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গত ১ মে বিদায়ী সভাপতি ড. আবদুল করিম এক বিবৃতিতে বলেন, এস. এম. ফজলুল হক সভাপতি এবং ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। কমিটি গত ২৮ এপ্রিল সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদন লাভ করেছে।
বিবৃতিতে তিনি বলেন, সুতরাং এ সংক্রান্ত কোনো বিভ্রান্তিমূলক প্রচার কাম্য নয়। চবিয়ানদের প্রাণের প্রতিষ্ঠান অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অকারণে অপ্রিয় প্রচার সবার হৃদয়ে যেমন অসন্তোষ সৃষ্টি করবে, তেমনি এ সংগঠন এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে বিরূপ ধারণা তৈরি হবে, যা আমাদের জন্য অত্যন্ত নেতিবাচক।
তিনি আরও বলেন, অ্যালামনাই এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা উন্নয়নের স্বার্থে বিভ্রান্তিমূলক প্রচার বা কর্মকাণ্ড না করে অনুমোদিত নতুন কার্যকরী কমিটির সঙ্গে একাত্মতা পোষণ করে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।
এদিকে, সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুমোদিত কমিটির সভাপতি এস. এম. ফজলুল হক এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর বিনা অনুমতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নাম, লোগো, প্যাড ও ঠিকানা ব্যবহার বেআইনি বলে গণ্য হবে বলে জানান।
কেউ এসব ব্যবহার করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে বলেও তারা উল্লেখ করেন।