শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাইনুল ইসলাম রাজু, রাবি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৭:১২ পিএম

ছুটির দিনেও রাকসু নির্বাচনের জমজমাট প্রচার

মাইনুল ইসলাম রাজু, রাবি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৭:১২ পিএম

সাপ্তাহিক ছুটির দিনেও রাকসু নির্বাচনের জমজমাট প্রচারণা চলছে। ছবি- রূপালী বাংলাদেশ

সাপ্তাহিক ছুটির দিনেও রাকসু নির্বাচনের জমজমাট প্রচারণা চলছে। ছবি- রূপালী বাংলাদেশ

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়া সত্ত্বেও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জমজমাট প্রচারণা চলছে। সকালের দিকে আনাগোনা কম থাকলেও দুপুরের পর থেকে প্রচারণায় মুখর হয়ে উঠতে শুরু করে পুরো ক্যাম্পাস। শুধু ক্যাম্পাস নয়, প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন বিভিন্ন মেসেও।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালের দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেসগুলোতে হাজির হন প্রার্থীরা। যেহেতু ছুটির দিনে শিক্ষার্থীরা মেসে বেশি সময় কাটান, এই সুযোগকে কাজে লাগিয়ে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যান, বিতরণ করেছেন লিফলেট ও পোস্টার।

দুপুরের দিকে জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ ও শহীদ মিনার চত্বরে প্রচারণার এক ভিন্ন চিত্র দেখা যায়। নামাজ শেষে বেরিয়ে আসা শিক্ষার্থীদের কাছে ভোট চাইতে জড়ো হন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা।

এ সময় ভোটারদের দৃষ্টি আকর্ষণে অভিনবত্বে ভরা লিফলেট ও পোস্টার বিলি করেন। টাকা ও পত্রিকার আদলে তৈরি করা পোস্টার, দলিলের মতো দেখতে এসব লিফলেট ভোটারদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে।

দুপুরে কেন্দ্রীয় মসজিদে প্রচারণায় যান ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবীর।

             জুমার নামাজ শেষে লিফলেট ও পোস্টার বিতরণ করা হচ্ছে। ছবি- রূপালী বাংলাদেশ

তিনি বলেন, ‘মসজিদে জুমার নামাজের পর সবার কাছে দোয়া চেয়েছি। পরে প্রচারণায় নেমেছি। সময় অল্প, কিন্তু আমরা প্রচুর পরিশ্রম করে যাচ্ছি সব শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর জন্য। আমরা শিক্ষার্থীদের কাছে যত যাচ্ছি, তত আশা পাচ্ছি। তারা ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থীদের ডাকে ভালো সাড়া দিচ্ছেন।’

‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেল মনোনীত ভিপি পদপ্রার্থী ফুয়াদ রাতুল বলেন, নির্বাচন কমিশন বার বার তপশিল পরিবর্তনের ফলে প্রচারণার সময় কমে এসেছে। যেখানে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচনি প্রচারণায় কমপক্ষে ১৫ দিন সময় বরাদ্দ ছিল, সেখানে আমাদের এই বিপুলসংখ্যক শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর জন্য কম সময় পাচ্ছি। তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি সকলের কাছে পৌঁছানোর। ছুটির দিনে সকাল থেকে ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছি। যদিও সকালে উপস্থিতি কম ছিল, দুপুরের পর থেকে শিক্ষার্থীদের ভালোই সাড়া পাচ্ছি।’

পত্রিকার আদলে তৈরি লিফলেট দিয়ে প্রচারণা করছেন কেন্দ্রীয় সংসদে সহকারী-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুনান হাওলাদার। কথা হয় তার সঙ্গে।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াইয়ে কোনো ছুটির দিন থাকতে পারে না। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছি। আজ সকালে বিভিন্ন মেসগুলোতে প্রচারণা চালিয়েছি। এখন আবার ক্যাম্পাসে। প্রতিটি শিক্ষার্থীর কাছে পৌঁছাতে চাই, তাদের কথা সরাসরি শুনতে চাই। একটু ভিন্ন ধরণের লিফলেট বানিয়েছি, যা আমার পদসংশ্লিষ্ট। শিক্ষার্থীদের থেকেও ব্যাপক সাড়া পাচ্ছি।’

প্রার্থীদের থেকে লিফলেট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, ‘রাকসু নির্বাচনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসজুড়ে যেন একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে। ছুটির দিনগুলোতেও প্রার্থীদের সরব পদচারণা দেখে মনে হচ্ছে, এ যেন এক সত্যিকারের উৎসব। মসজিদ থেকে নামাজ শেষে বের হয়েই যখন দেখি প্রার্থীরা সুন্দর সুন্দর লিফলেট বিতরণ করছেন, তখন এই পুরো পরিবেশটা অনেক ভালো লাগছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!