ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ডাকসুর মনোনয়ন ফরম তুলতে সিনেটে শিবিরের প্যানেল

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০১:২৭ পিএম
ডাকসুর মনোনয়ন ফরম তুলতে সিনেটে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থীরা। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ (১৮ আগস্ট)। তাই মনোনয়ন ফরম তুলতে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গেছেন ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থীরা।

সোমবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম ও ঢাবি সভাপতি এস এম ফরহাদসহ তাদের প্যানেলের অন্যান্য নেতৃবৃন্দ সমর্থক-শোভাকাঙ্ক্ষীদের নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে যান।

এ সময় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগাহ, ঢাবি শিবিরের সাধারন সম্পাদক মহিউদ্দিন খান, শিবির নেতা রায়হান উদ্দিন, আব্দুল্লাহ আল মিনহাজ, আসিফ আব্দুল্লাহ, ইকবাল হায়দার, আরমান হোসেন, খান জসীম, সাজ্জাদ হোসাইন খাঁনসহ অনেককে দেখা যায়।

এ ছাড়া ইসলামী ছাত্রী সংস্থার নেত্রীদেরকেও শিবিরের সঙ্গেও দেখা গেছে।

জানা গেছে, আজ ডাকসু নির্বাচনে নিজেদের প্যানেল ঘোষণা করবে ইসলামী ছাত্রশিবির। তবে এবারের ডাকসু প্যানেলে দলীয় কর্মী ছাড়াও তিন ক্যাটাগরির প্রার্থী রাখার চিন্তা শিবিরের।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম বিতরণ শুরু হয় ১২ আগস্ট। রোববার পর্যন্ মোট মনোনয়ন ফরম সংগ্রহ করেন ১২৫ প্রার্থী।