ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

জয়পুরহাটে বাল্যবিবাহ রোধে নিকাহ রেজিস্টারদের নিয়ে কর্মশালা

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০২:৫৭ পিএম
দালাল ধরিয়ে দিতে রেজিস্টাররা প্রস্তুত- জয়পুরহাটে সচেতনতামূলক কর্মশালা। ছবি- রূপালী বাংলাদেশ

জয়পুরহাটে বাল্যবিবাহ প্রতিরোধ ও মানবপাচার রোধে বিবাহ নিবন্ধকদের (নিকাহ রেজিস্টার) নিয়ে একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় আরডিআরএস অফিসের হলরুমে এফএসটিআইটি প্রকল্পের সহযোগিতায় কর্মশালাটি আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা নিকাহ রেজিস্টার সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ইমাম হাসিম।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নিকাহ রেজিস্টার সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন চিশতী, বালিঘাটা ইউনিয়নের নিকাহ রেজিস্টার শাহ আলম এবং কুসুম্বা ইউনিয়নের নিকাহ রেজিস্টার মাওলানা আব্দুর রহমান।

কর্মশালায় অংশগ্রহণকারী নিকাহ রেজিস্টাররা শপথ গ্রহণ করেন- বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখবেন, নারীর ক্ষমতায়নে সহায়ক হবেন, শিশু ও মানবপাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবেন এবং দালালদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন।