ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০১:৪৬ পিএম
ছবি- সংগৃহীত

২০২৫ সালের এসএসসি পরীক্ষার প্রধান প্রশ্নপত্র প্রণেতা (সেটার) এবং পরিমার্জনকারী (মডারেটর) তৈরির লক্ষ্যে ঢাকা শিক্ষা বোর্ড শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দিয়েছে।

রোববার (১৭ আগস্ট) প্রকাশিত চিঠিতে বোর্ড জানায়, প্রতিটি বিষয়ের জন্য ২ জন যোগ্য শিক্ষক মনোনয়ন করতে হবে। বিদ্যালয় প্রধানদের বলা হয়েছে, নির্ধারিত ছকের মাধ্যমে ২ কার্যদিবসের মধ্যে শিক্ষক মনোনয়ন পাঠাতে হবে।

প্রশিক্ষণের বিষয়সমূহের মধ্যে রয়েছে: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ধর্ম ও নৈতিক শিক্ষা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিংসহ সব বিষয়।

প্রশিক্ষণের জন্য শিক্ষক মনোনয়নের ক্ষেত্রে বেশ কিছু মানদন্ড বিবেচনা করতে হবে- এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যায়ে কমপক্ষে দুইটি ১ম বিভাগ,শ্রেণি,সমমানের জিপিএ, সিজিপিএ অগ্রাধিকার পাবে। সংশ্লিষ্ট বিষয়ে পাঠদানে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের অভিজ্ঞতা । নূন্যতম ১৫ বছর চাকরি অবশিষ্ট থাকতে হবে। ১২ দিনের সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়নের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মনোনয়ন দেয়া যাবে না।

উল্লিখিত মানদণ্ডের ভিত্তিতে প্রতি বিষয়ের ২ জন শিক্ষক নির্বাচিত করে নির্ধারিত ছক আকারে প্রশিক্ষণার্থীদের হার্ডকপি ও সফটকপি (নিখুঁত এক্সেল ফরম্যাট) ইমেইলে controller@dhakaeducationboard.gov.bd পাঠাতে হবে।

শিক্ষা ও অন্যান্য সর্বশেষ খবর পেতে, দৈনিক আমাদের বার্তা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন চাপুন। এতে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে সব নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে।