ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫

‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হত্যাকাণ্ডে ফ্যাসিবাদের সঙ্গে গুপ্ত রাজনীতিও দায়ী’

বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ০৯:১৭ পিএম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলের সদস্য সচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম। ছবি- সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলের সদস্য সচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম বলেছেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংগঠিত হত্যাকাণ্ডের সঙ্গে ফ্যাসিবাদের পাশাপাশি পরোক্ষভাবে গুপ্ত রাজনীতিও দায়ী বলে ছাত্রদল বিশ্বাস করে। কারণ আবরার ফাহাদকেও গুপ্ত রাজনীতির ট্যাগিং দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।’

মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাকৃবি শাখা ছাত্রদলের উদ্যোগে শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ. এম. শোয়াইব, সদস্য মিজানুর রহমান ও সদস্য ইসমাইল হোসেনসহ বিভিন্ন হলের ছাত্রদলের নেতাকর্মীরা।

মাহফিলে শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় তার অনুপ্রেরণায় দেশপ্রেম, ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ছাত্রদলের নেতাকর্মীরা।