নারী বিশ্বকাপের ১৩তম আসরে বাংলাদেশের দেওয়া ছোট টার্গেট তাড়া করতে নেমে মারুফা ও ফাহিমার দারুণ বোলিংয়ে চাপে পড়েছিল ইংল্যান্ড। দলকে চাপ থেকে একপাশ আগলে রেখে জয়ের বন্দরে পৌঁছে দেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার হিদার নাইট।
আজ মঙ্গলবার (০৭ অক্টোবর) টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট। টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
সোহানার ফিফটি ও রাবেয়া খানের দারুণ ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ৫০ ওভারের আগেই (৪৯.৩ বলে) ১০ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী দল।
বাংলাদেশের দেওয়া ১৭৯ রানের জবাবে ব্যাট শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। দলীয় ৬ ও ২৯ রানের মাথায় দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড, দুই ওপেনারের উইকেটই শিকার করেন পেসার মারুফা আক্তার।
এ দিন দলীয় ৬ রানের মাথায় হিদার নাইটের সহজ ক্যাচ হাতছাড়া করে বাংলাদেশ। তারপর আরও দুইবার আউট হয়েও রিভিউ নিয়ে জীবন পায় এই ব্যাটার।
২৯ রানে দুই উইকেট হারানোর পর ব্যাট হাতে মাঠে আসে বাংলাদেশ বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকে ইংল্যান্ড তারকা অলরাউন্ডার ও অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট।
হিদার নাইট ও ন্যাট সিভার-ব্রান্টের জুটিতে যখন এগিয়ে চলছিল, ঠিক তখনই বল হাতে ইংল্যান্ড শিবিরে টানা আঘাত হানে ফাহিমা।
দলীয় ৬৯ রানে ন্যাট সিভার-ব্রান্টকে ফিরানোর দুই বল পর আবারও উইকেট নেন ফাহিমা। পরপর উইকেট হারিয়ে যখন কিছুটা চাপে পড়ে ইংল্যান্ড, তার কিছু সময় পর আবারও বল হাতে উইকেট নিয়ে বাংলাদেশকে খেলায় ফেরায় ফাহিমা।
একটা সময় ১০৩ রানে ইংল্যান্ডের পড়ে যায় ৬ ব্যাটার, তখন মনে হচ্ছিল জয় পেয়ে যাবে বাংলাদেশ। তবে সেই ভাবনাকে ভুল প্রমাণ করে একপাশ আগলে রেখে চার্লি ডিনকে সাথে নিয়ে জয় নিশ্চিত করে দলের। তিনবার জীবন পেয়ে ৭৯ রানে অপরাজিত থাকেন হিদার হিদার।
হিদার নাইট ও চার্লি ডিনের দারুণ জুটিতে ৪ উইকেট হাতে রেখে ৪৬.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ন্যাট সিভার-ব্রান্টের দল।
ব্যাট হাতে ইংল্যান্ডের হয়ে ১৭ বলে ১৩ রান করে ট্যামি বিউমন্ট, ৪১ বলে ৩২ রান করে ন্যাট সিভার-ব্রান্ট, ৫৬ বলে ২৭ রান করে চার্লি ডিন এবং ১১১ বলে ৭৯ রানে অপরাজিত থাকে হিদার নাইট।
বল হাতে বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নেন ফাহিমা খাতুন, ২টি উইকেট নেন মারুফা আক্তার এবং ১টি উইকেট নেয় সানজিদা আক্তার মেঘলা।
ম্যান অব দ্য ম্যাচ: হিদার নাইট