রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ ১৩ দিন পিছিয়ে ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
বুধবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য নির্ধারিত সময় যথেষ্ট ছিল না। বিশেষ করে ডোপ টেস্টে যে দীর্ঘ সময় লাগে, তা আমরা আগে ধারণা করিনি। এছাড়া ভোটকেন্দ্র আবাসিক হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনোনয়নপত্র বিতরণ, বাছাই এবং চূড়ান্তকরণ শেষে নির্বাচন আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
সংশোধিত তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র বিতরণ চলবে ৩১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত, মনোনয়নপত্র দাখিলের সময় ১-৪ ও ৭ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত, মনোনয়নপত্র বাছাই হবে ৮ ও ৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টা, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৬ সেপ্টেম্বর, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে একাডেমিক ভবনে।
এর আগে গতকাল দুপুরে জরুরি বৈঠকের পর মনোনয়নপত্র বিতরণের সময় ৫ দিন বৃদ্ধি করা হয়। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে শাখা ইসলামি ছাত্রশিবিরসহ বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন বিক্ষোভ করেছে।