রবিবার, ১১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪, ০১:২৭ পিএম

উপস্থাপনা ঘিরেই দীপ্তির ধ্যান-জ্ঞান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪, ০১:২৭ পিএম

উপস্থাপনা ঘিরেই দীপ্তির ধ্যান-জ্ঞান

দীপ্তি চৌধুরী। ছবি: সংগৃহীত

এ সময়ের আলোচিত সঞ্চালক দীপ্তি চৌধুরী। সম্প্রতি তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে টক শো ‘টু দ্য পয়েন্ট’-এ সঞ্চালনা করে আলোচনায় আসেন। মূলত, বিচারপতি মানিকের বিপরীতে ধৈর্য ও ভদ্রোচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন তিনি। এরপর থেকেই এই উপস্থাপিকাকে নিয়ে নানা আলোচনা শুরু হয় চারপাশে। যার রেশ ধরে সিনেমায় নায়িকা হওয়ারও প্রস্তাব পান দীপ্তি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমাতে কাজ করার প্রস্তাব দেওয়া হয় তাকে। তবে কাজটি করতে আগ্রহী নন এই উপস্থাপিকা।

দীপ্তি দৈনিক রূপালী বাংলাদেশ-কে বলেন, ‘আমার সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ হয়নি। একটি মাধ্যমে আমাকে প্রস্তাব পাঠিয়েছেন। তাদের শ্রদ্ধা জানিয়ে বলেছি, সিনেমায় অভিনয় করতে আগ্রহী নই। সিনেমা কিংবা অভিনয়ে আমার কখনোই আগ্রহ নেই। একেবারে ভবিষ্যতের কথা তো আমরা কেউ-ই বলতে পারি না। তবে মনে হয় না অভিনয় করব।’

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সম্প্রতি পালিয়ে দেশত্যাগ করার সময় গ্রেপ্তার হয়েছেন। তার আগে দীপ্তির কাছে ক্ষমা চান তিনি। এ প্রসঙ্গে এই উপস্থাপিকা বলেন, ‘তিনি ক্ষমা চেয়েছেন, আমি ক্ষমা করে দিয়েছি। কেউ ক্ষমা চাইলে স্বাগত জানানো আমাদের কাজ হওয়া উচিত। কেউ দোষী হলে অবশ্যই শাস্তি হবে। সেটা প্রত্যেক দোষীর ক্ষেত্রে একই কথা। আইন অনুযায়ী শাস্তি হোক সেটা আমাদের সকলেরই প্রত্যাশা। সেটা যে কেউ হতে পারে।’

দীপ্তি চৌধুরী। ছবি: সংগৃহীত

বন্যার কবলে পড়ে অল্প সময়ের ব্যবধানে পানিতে ডুবে যায় বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল। পানির অত্যধিক প্রবাহে নিমজ্জিত হয় বানভাসিদের শুষ্ক জীবনযাপন। সম্প্রতি বন্যার্তদের কাছে সহযোগিতা নিয়ে ছুটে গিয়েছেন দীপ্তি। এরই মধ্যে তিনি সিলেট ও কুমিল্লা ত্রাণ বিতরণ করেছেন। শিগগিরই ফেনী ও নোয়াখালী যাবেন বলে জানিয়েছেন। বললেন, ‘আমি সবসময়ই প্রতিটি বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই দূর সময়ে কাছের মানুষদের নিয়ে বানভাসিদের জন্য কিছু করার চেষ্টা করছি। মানুষকে সহযোগিতা করতে পেরে খুব ভালো লেগেছে।’

ছোটবেলায় উপস্থাপনায় আসার খুব আগ্রহ না থাকলেও এখন এই মাধ্যমেই নিজেকে ব্যস্ত রাখতে চান দীপ্তি। তিনি বলেন, ‘সোশ্যাল ওয়ার্ক ও ডেভেলপমেন্ট নিয়েই আমার কাজ। কৈশোরে ‘স্বর্ণকিশোরী’ নামে একটি সংস্থায় কাজ করতাম। এটা ২০১৬ সালের কথা। আমি তখন ক্লাস এইটে পড়ি। চ্যানেল আইতে তাদের একটি অনুষ্ঠান হতো। একপর্যায়ে ওই অনুষ্ঠান উপস্থাপনা শুরু করি। এইচএসসি পাস করার পর চ্যানেল আই থেকে প্রস্তাব পাই পেশাদার উপস্থাপক হওয়ার। এভাবেই যুক্ত হওয়া। উপস্থাপক হতে হবে, এই ভেবে যেমন বড় হইনি, আবার যেকোনো মূল্যে উপস্থাপনা করেই যাব, এ রকমও না। তবে কথাবলার প্রতি ভালোবাসা তো আছেই। সেই থেকে এখন পর্যন্ত মানুষের ভালোবাসা পাচ্ছি। যত দিন এই ভালোবাসা থাকবে তত দিন উপস্থাপনা চালিয়ে যাব।’

সেই সঙ্গে দীপ্তি যোগ করে বলেন, ‘পরিবারের কখনো চাপ ছিল না যে এটাই হতে হবে। আমার চাওয়াকে তারা সবসময় গুরুত্ব দিয়েছে। সবসময় পরিবার চেয়েছে একজন ভালো মানুষ যেন হতে পারি। নিজেও তাই চেয়েছি। ভালো মানুষ হয়ে মানুষের ভালোবাসা পেতে চাই। ছোটবেলা থেকে উন্নয়নমূলক কাজ করছি, যা চালিয়ে যেতে চাই।’

দীপ্তি চৌধুরী। ছবি: সংগৃহীত

উপস্থাপনা ঘিরেই দীপ্তির ধ্যান-জ্ঞান। নিয়মিত উপস্থাপনা চালিয়ে যেতে চান তিনি। নিজের কাজটি করতে চান সততার সঙ্গে। কেমন বাংলাদেশ চান, জানতে চাইলে দীপ্তি বলেন, ‘যে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, থাকবে বাকস্বাধীনতা; দুর্নীতি থাকবে না। যেখানে সকল মানুষ সমান অধিকার পাবে। গণতন্ত্র ফিরে আসবে। গণতন্ত্র ফিরে এলে মানুষের ভোটের অধিকার ফিরে আসবে। এমন বাংলাদেশই দেখতে চাই।’

রূপালী বাংলাদেশ

Link copied!