পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধাবস্থা পরিস্থিতি জটিল করে তুলেছে।
তবে এই শঙ্কার মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে যে, লিটন দাসের নেতৃত্বাধীন দল পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরে যাবে।
পাকিস্তান সফরের বিষয়ে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বাংলাদেশ জাতীয় দলের আসন্ন পাকিস্তান সফর নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে তাদের আলোচনা অব্যাহত রয়েছে।
বোর্ড আবারও জোর দিয়ে বলেছে, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা ও সুরক্ষা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়েই সফর সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত সতর্কতার সঙ্গে নেওয়া হবে এবং তা দল ও বাংলাদেশ ক্রিকেটের স্বার্থেই হবে।
উল্লেখ্য, সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে বৈরীতা চরম আকার ধারণ করলে পাকিস্তান সুপার লিগের (পিএসএল)-এর বাকি অংশ স্থগিত করা হয়। একই পরিস্থিতি তৈরি হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)-এর ক্ষেত্রেও।
যদিও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ আপাতত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তবে ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।
আগামী ১৪ মে লিটন দাসের নেতৃত্বে সিরিজ খেলতে আমিরাত যাচ্ছে বাংলাদেশ দল।
আপনার মতামত লিখুন :