প্রতি বছরই বইমেলা উপলক্ষে হাজার হাজার নতুন বই প্রকাশিত হয়। সঙ্গে থাকে পুরনো বইয়ের নতুন মুদ্রণ। ব্যতিক্রম হচ্ছে না এবারও। সেই সঙ্গে বরাবরের মতো এই বছরও শোবিজ তারকাদের লেখা কিছু বই অমর একুশে বইমেলায় পাওয়া যাবে। সেসব বইয়ের টুকরো তথ্য জেনে নেওয়া যাক দৈনিক রূপালী বাংলাদেশের এই আয়োজনে।
আবুল হায়াত
অভিনেতা হিসেবে দেশজুড়ে পরিচিত হলেও তার প্রতিভা বহুমুখী। নির্মাণ ও লেখালেখিতেও সমান বিচরণ। প্রায় প্রতি বছরই তার লেখা বই প্রকাশিত হয়। এবার তিনি লিখেছেন আত্মজীবনী। নাম ‘রবি পথ’। এটি প্রকাশ করেছে ‘সুবর্ণ’। এ প্রসঙ্গে বরেণ্য এই অভিনেতা বলেন, ‘জীবনের এ দীর্ঘ শৈল্পিক পথ পাড়ি দেওয়ার গল্পগুলো আত্মজীবনীতে লেখার চেষ্টা করেছি।’
ফাহমিদা নবী
ছোটবেলা থেকেই ডায়েরি লিখতে ভালোবাসেন নন্দিত সংগীতশিল্পী ফাহমিদা নবী। তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা প্রবাহ তিনি লিখে রেখেছেন ডায়েরির পাতায়। সেই লেখাগুলোই বই আকারে প্রকাশ করছেন তিনি। একুশে বইমেলায় প্রকাশিত হবে তার প্রথম বই ‘ফাহমিদা নবীর ডায়েরি’। শব্দশিল্প প্রকাশনী থেকে বের হচ্ছে বইটি। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।
ফারজানা ছবি
ছোট পর্দার অভিনেত্রী তিনি। লেখক হিসেবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে গেল বছর। সে বছর প্রকাশ হয় তার লেখা উপন্যাস ‘জলছবি’। এবার নিয়ে আসছেন দ্বিতীয় বই ‘বৃত্তবাস’। প্রকাশ হবে মিজান পাবলিশার্স থেকে। বইটি তিনি উৎসর্গ করেছেন সদ্য প্রয়াত মা আয়েশা রহমান নীলুকে।
আশনা হাবিব ভাবনা
ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয় আর নৃত্য তার চেনা আঙিনা। এর বাইরে লিখতেও ভালোবাসেন। গত কয়েক বছর ধরে নিয়মিত লিখছেন। এবার তার লেখা উপন্যাস ‘আমরা কখনো বন্ধু ছিলাম না’ পাওয়া যাবে বইমেলায়। প্রকাশ হবে মিজান পাবলিশার্স থেকে। ভাবনা বলেন, ‘আমার উপন্যাসে বেশিরভাগ চরিত্র সকলেই অনেক স্বপ্ন দেখে। আমার চরিত্ররা স্বপ্ন দেখতে পছন্দ করে। ভালোবাসা দিবস থেকে উপন্যাসটি পাওয়া যাবে। বরাবরের মতো আমি নিজেও মেলায় উপস্থিত থাকব।’
সাজিয়া সুলতানা পুতুল
শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী, কম্পোজার, উপস্থাপক ও লেখক সাজিয়া সুলতানা পুতুল। নিজের পরিচয়ের সব ক’টি কাজ নিয়েই রয়েছে তার ব্যস্ততা। বিগত কয়েক বছরের ধারাবাহিকতা এবারও বইমেলায় থাকছে তার নতুন বই। এর আগে গায়িকার লেখা মোট ৯টি বই প্রকাশিত হয়েছে। এবার আসছে উপন্যাস। নাম ‘শিল্পীসত্তার ব্যবচ্ছেদ’। প্রকাশ করছে অনন্যা প্রকাশনী। পুতুল বলেন, ‘এ যাবতকালে যত লেখা লিখেছি তার মধ্যে এই উপন্যাসটি আমার সবচেয়ে প্রাণের কাছের। কারণ এই উপন্যাসের পরতে পরতে দর্শক আমাকেই খুঁজে পাবেন। আমি নিজেও লেখার সময় নিজেকে খুঁজে পেয়েছি। তবে এ কথা বলে রাখি যে, এটা পুরোপুরি আমার গল্প নয়। যেহেতু আমি আমাদের শোবিজ অঙ্গনের গল্প নিয়ে এবারের উপন্যাস লিখেছি ফলে আমাকে কিছু কিছু জায়গায় খুঁজে পাওয়া অস্বাভাবিক কিছু নয়।’
সুষমা সরকার
প্রথমবারের মতো লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করছেন দর্শকপ্রিয় অভিনেত্রী সুষমা সরকার। এবারের মেলায় তার লেখা প্রথম গল্পের বই ‘দ্বিতীয়’ প্রকাশ পাচ্ছে। তবে ব্যক্তি সুষমা সরকারের এটি প্রথম লেখা বই নয়। কারণ অভিনেত্রী হওয়ার আগেই অর্থাৎ ছাত্রজীবনেই তিনি প্রকাশ করেন তার প্রথম বই ‘প্রণয়’। সেদিক থেকে বলতে গেলে এটি তার ‘দ্বিতীয়’ বই। এটি প্রকাশ করবে শব্দশিল্প প্রকাশনী। সুষমা বলেন, ‘দ্বিতীয় আমার ২য় প্রকাশনা। প্রথম উপন্যাস প্রণয় প্রকাশিত হয়েছিল বিশ্ববিদ্যালয় পড়াকালীন সময়ে। তবে আমার এই বইয়ের শিরোনাম দ্বিতীয় কোন দ্বিতীয় অর্থে নয়। এই দ্বিতীয় মানে দ্বিতীয় লিঙ্গ, মানে নারী। আমাদের সমাজ ব্যবস্থায় নারী সব সময় দ্বিতীয়ই থেকে গেছে অথবা তাকে কখনো প্রথম হতে দেওয়া হয়নি। যদিও আমাদের আদি সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক। দ্বিতীয় নামে আমার এই গল্প সংকলনের প্রতিটি গল্পে আমি প্রকাশ করতে চেয়েছি বিভিন্ন বয়সের নারীর মনস্তাত্ত্বিক দন্দ, নারীর অবস্থান, একাকীত্ব, নারীর লড়াই, নারীর ক্ষমতায়াণ।’
শিবা আলী খান
এ প্রজন্মের মডেল-অভিনেত্রী সিবা আলী খান। তার শুরুটা মডেলিং দিয়ে। র্যাম্পে নিয়মিত কাজের পর সুযোগ আসে অভিনয়ে। মডেল-অভিনেত্রী পরিচয় ছাপিয়ে সিবা আত্মপ্রকাশ করেছেন লেখক হিসেবে। তার প্রথম গল্পগ্রন্থ ছিল ‘আত্মা’। গত বইমেলায় ছিল প্রথম উপন্যাস ‘জোছনা ও আঁধারের গল্প’। এবারের মেলায় পাওয়া যাবে তার তৃতীয় বই এবং দ্বিতীয় উপন্যাস ‘পাতালঘরের পিশাচ’। জীবনঘনিষ্ঠ এই উপন্যাসটি প্রকাশ করছে অন্বেষা প্রকাশন। শিবা বলেন, ‘এটি ভৌতিক জনরার উপন্যাস। তবে রহস্য থাকবে। পাঠক পড়লে বিষয়টা বুঝতে পারবে। খুব বেশি ভয়ংকার অভিজ্ঞতা না থাকলেও শৈশব থেকেই ভৌতিক বই, গল্প ও সিনেমা দেখে আসছি। সেসব গল্পই বইয়ে থাকছে। ভয় পেতে ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই এই উপন্যাস।’
এছাড়াও মঞ্চ ও টেলিভিশনের দাপুটে অভিনেতা কোহিনূর আলমের প্রথম উপন্যাস ‘দক্ষিণ হাওয়া’ মিজান পাবলিশার্স থেকে প্রকাশিত হবে। সংগীতশিল্পী জয় শাহরিয়ারের কবিতার বই ‘সুর ছাড়া কবিতারা’ প্রকাশ হবে ‘আজব প্রকাশ’ থেকে। গ্রামের মানুষের ইন্টারনেট আসক্তি থেকে এক উদ্ভট গল্প উঠে এসেছে গীতিকার ও কণ্ঠশিল্পী লুৎফর হাসানের ‘টাইপ-সি’ উপন্যাসে। এটি আসছে অন্যপ্রকাশ থেকে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন