বলিউড সুপারস্টার আমির খানের ভাগ্নে ইমরান খান আবার একবার সিনেমা জগতে কামব্যাক করার জন্য প্রস্তুত। একসময় নিজের চেহারার ও অভিনয় দিয়ে দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন ইমরান। তবে মাঝে অনেকগুলো বছর যেন, আচমকাই হারিয়ে যান। তবে এবার ফিরতে প্রস্তুত তিনি।
জানা গেছে, ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স-এ মুক্তি পেতে যাচ্ছে ইমরান খানের পরবর্তী কাজ। সিনেমার সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে যে শুটিং এপ্রিল মাসে শুরু হতে যাচ্ছে। তথ্য অনুযায়ী, ‘প্ল্যাটফর্ম নিজেরাই এই বিষয়ে প্রথম ঘোষণা করতে চায়।’ ইমরান খানের পাশাপাশি সিনেমাতে মুখ্য চরিত্রে দেখা মিলবে ভূমি পেডনেকরের। সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ পুরোদমে চলছে এবং এক মাসের মধ্যে শুটিংও শুরু হবে।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে জানা গিয়েছিল যে দানিশ আলম সিনেমাটির স্ক্রিপ্ট লিখবেন। ইমরান খান ও তার এক বন্ধু মিলে সিনেমার প্রযোজনা সামলাচ্ছেন। সিনেমাটির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে, প্রথম দর্শনেই নেটফ্লিক্সে অনুমোদন পেয়েছিল সিনেমাটির। কিন্তু ততদিনে সিনেমার চিত্রনাট্য পুরোপুরি তৈরি হয়নি। তাই তখনো কোনো চুক্তি সই হয়নি।
২০১৫ সালের পর থেকে ইমরান খানকে কোনো প্রজেক্টে দেখা যায়নি। তার শেষ সিনেমা ছিল ‘কাট্টি বাট্টি’, যা বেশ ভালো সাড়া পেয়েছিল। ‘দিল্লি বেলি’র মতো সিনেমা বানানো ইমরান কি পারবে বলিউডে আরও একবার নিজেকে প্রমাণ করতে? সেটা সময়ই বলবে। ‘জানে তু ইয়া জানে না’ দিয়ে বলিউডে অভিষেক হয় ইমরান খানের। প্রথম সিনেমাতেই পান ধুন্ধুমার সাফল্য। হয়ে ওঠেন বলিউডের অন্যতম ফেভারিট নায়ক। উপহার দিয়েছেন ‘আই হেট লাভ স্টোরিজ’, ‘দিল্লি বেলি’, ‘মেরি ব্রাদার কি দুলহান’-এর মতো সিনেমা। দীপিকা, কারিনা, ক্যাটরিনার মতো প্রথম সারির নায়িকাদের সঙ্গে কাজ করেও পরে স্বেচ্ছায় অভিনয় ছাড়েন তিনি। দীর্ঘ বিরতি পেরিয়ে অবশেষে পর্দায় ফিরছেন এই অভিনেতা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন