ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

সাইফ একটা রাতও আমার সঙ্গে কাটায়নি: কারিনা

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০৭:২২ পিএম
ছবি: ইন্টারনেট

বলিউডে প্লেবয় হিসেবে পরিচিত রণবীর কাপুর একসময় একাধিক সম্পর্কের কারণে মিডিয়ায় চর্চিত ছিলেন। কিন্তু এখন তিনি পুরোপুরি বদলে গেছেন। একসময় যেসব ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী ছিলেন, সেগুলোকে এখন তিনি একদম গুরুত্ব দেন না। এখন তার জীবনে সবচেয়ে বড় বিষয় হল তার পরিবার—একজন ভালো বাবা ও স্বামী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।

সম্প্রতি বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের একটি শোয়ে এসে রণবীর কাপুর তার ব্যক্তিগত জীবনের এসব পরিবর্তন নিয়ে আলোচনা করেন। সেখানে তিনি জানান, আলিয়া ভাটের সাথে তার সম্পর্কের পর তার জীবনে বড় ধরনের পরিবর্তন এসেছে। তিনি বলেন, আমি এখন আর পুরোনো জীবনে ফিরে যেতে চাই না। বদভ্যাসগুলো আমি পরিত্যাগ করেছি, এখন আমি একজন ভালো বাবা এবং স্বামী হতে চাই।

অন্তরঙ্গ মুহূর্তে রণবীর আরও জানান, আলিয়া ভাটের সন্তানের জন্মের আগে তিনি এক সপ্তাহ ধরে হাসপাতালে তার পাশে ছিলেন। আমি ওর (আলিয়া) সঙ্গে হাসপাতালে ছিলাম। আমার বেশ ভালো লাগছিল। সন্তান হওয়ার আগে আমি কাজ থেকে টানা দুই-তিন মাস ছুটি নিয়েছিলাম, এবং টানা এক সপ্তাহ আমি ওর সঙ্গে হাসপাতালে ছিলাম,-এমনটাই শেয়ার করেছিলেন রণবীর।

এই স্বীকারোক্তি শুনে মুগ্ধ হন কারিনা কাপুর, তবে তিনি রণবীরের প্রশংসা করতে গিয়ে তার স্বামী সাইফ আলী খানকে নিয়ে একটা মজার মন্তব্য করেন। কারিনা বলেন, তুমি খুব ভালো স্বামী, কিন্তু সাইফকে দেখো-একটা রাতও সে আমার সঙ্গে হাসপাতালে থাকেনি।

রণবীরের এসব কথায় তার অনুরাগীরা মুগ্ধ হয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় তাকে প্রশংসায় ভাসিয়েছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, বিয়ের পর সত্যিই বদলে গিয়েছে রণবীর। তবে এই প্রশংসায় কোনও প্রতিক্রিয়া জানাননি রণবীর বা কারিনা।