শনিবার, ১২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


জহিরুল ইসলাম খান লিটন

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৫:০৬ পিএম

বিদেশে থেকে ১০০ নাটক প্রযোজনা করলেন বোরহান

জহিরুল ইসলাম খান লিটন

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৫:০৬ পিএম

মো. বোরহান উদ্দিন। ছবি: সংগৃহীত

মো. বোরহান উদ্দিন। ছবি: সংগৃহীত

পরিবার নিয়ে আমেরিকায় থেকেও মাতৃভূমির প্রাকৃতিক লীলা ভূমির দৃশ্যায়নে নাটক প্রযোজনায় পিছিয়ে নেই প্রযোজক মো. বোরহান উদ্দিন। সেখান থেকেই একের পর এক নাটক প্রযোজনা করছেন এই প্রযোজক। এ পর্যন্ত ১০০ নাটক প্রযোজনা করেছেন তিনি। এসব নাটকগুলো দর্শকদের মাঝে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। ইচ্ছা মনোবল আর চেষ্টা থাকলেই অসাধ্যকে সাধ্য করা যায় বলে মনে করেন তিনি।

বোরহান উদ্দিন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার রাখাল গাছি চাঁদপাড়া গ্রামের মো. সুলতান আলীর ছোট ছেলে। তার নিজস্ব প্রতিষ্ঠান রাদ মাল্টিমিডিয়া রাদ ড্রামা ব্যানারে নির্মিত নাটকের মধ্যেহৃদ মাঝারে’, ‘ঈদের জামা’, ‘সাধারণ মেয়ে’, ‘ময়মনসিংহের ময়ূরী’, ‘জোরা বৌ সংসার, ‘সংসারের বন্ধন’, ‘ডিভোর্সি বোনের সংসার’ খোদার পরে মা’সহ ১০০টি নাটক প্রযোজনা করেছেন তিনি।

কৈশোর থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দোলা দেয় তার হৃদয়ের মণিকোঠায়। এরই ধারাবাহিকতায় এই প্রযোজক তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই গ্রাম থেকে পাড়ি জমান ঢাকায়। সেখানে এসে অভিনয়ের জন্য বিভিন্ন স্থানে দৌড়ঝাপ করেও তার অভিনেতা হওয়ার সেই স্বপ্ন বিফলে যায়। তবে তিনি হাল ছেড়ে দেননি। শেষে হলেন একজন সফল প্রযোজক।

অভিনেতা না হয়ে প্রযোজক হলেন এমন প্রশ্নের জবাবে বোরহান উদ্দিন দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘আমার স্বপ্ন ছিল একজন ভালো মানের অভিনেতা হওয়ার। কিন্তু আমার সেই স্বপ্ন পূরণ হয়নি। অনেকে নতুনদের সুযোগ দিতে চান না। সেই জায়গা থেকে মনে তৃপ্তি পেতেই আমি নতুনদের জায়গা করে দিতেই প্রয়োজনার কাজ শুরু করি। এ পর্যন্ত ১০০টি নাটক প্রযোজনা করেছি এবং নতুনদের কাজের সুযোগ করে দিয়েছি।

তিনি আরও বলেন, ‘মিডিয়া কোনো খারাপ জায়গা নয়, বরং সুষ্ঠ এবং সামাজিক কাজ দিয়ে এখানেও ব্যবসা করে টিকে থাকা সম্ভব। আমি চাই অন্যান্য সবাই যাতে মিডিয়ার প্রতি উৎসাহিত হয় এবং ইন্ড্রাস্টিকে আরো ভালোর পথে এগিয়ে নিতে সহযোগিতা করেন।

পরিবার নিয়ে আমেরিকায় থেকেও কিভাবে এতগুলো নাটক প্রযোজনা করেছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটু তো কষ্ট হয়েছে। তবে আমি প্রথম তো বলেছি ইচ্ছা থাকলে উপায় হয়, তাই সেই জায়গা থেকেই ১০০ নাটক প্রযোজনা করেছি।’

শেষে এই প্রযোজক বলেন, ‘আমি বরাবরই চাই আমার নাটকের মাধ্যমে দর্শকরা সচেতন হোক।’ সামনে দর্শকদের ভিন্নধর্মী আরো ভালো ভালো নাটক উপহার দেওয়ারও আশাবাদ ব্যক্ত করেন প্রযোজক বোরহান উদ্দিন।

রূপালী বাংলাদেশ/রুআ

Shera Lather
Link copied!