ছোটপর্দার আলোচিত মুখ তানজিন তিশা ফ্যাশন শুট ও র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে প্রবেশের পর দ্রুতই অভিনয়ে নিজের দক্ষতা দিয়ে দর্শকদের হৃদয় জিতে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও সক্রিয় এই তারকা তার ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখেন।
সম্প্রতি এক বিশেষ অনুষ্ঠানে তানজিন তিশা মায়ের জন্য পাওয়া একটি বিশেষ সম্মাননা নিয়ে অনুভূতি ব্যক্ত করেন। তিনি বলেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে লাভলী মুহূর্তগুলোর একটি, যখন আমার মা দ্বিতীয়বার ‘আদর্শ মা’ হিসেবে পুরস্কৃত হয়েছেন। এই সম্মাননা আমার জন্য অকৃত্রিম গর্বের।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি শিল্পীর সফলতার পেছনে যে বাবা-মায়ের অসীম ত্যাগ ও দায়িত্ব থাকে, সেটাই আমাকে এখানে দাঁড়াতে সাহায্য করেছে। আমি যা কিছু করছি, তা মূলত আমার মায়ের জন্য।’
মায়ের সম্মাননায় উচ্ছ্বসিত তিশা বলেন, ‘মাকে সম্মানিত দেখে আমার জন্য তার চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। এই মুহূর্তে আমি সত্যিই অসাধারণ আনন্দিত।’
ভক্তদের জন্য ভালো খবরও দিলেন তিশা, খুব শিগগিরই বড় বাজেটের একটি সিনেমায় তাকে দেখা যাবে। তিনি বলেন, ‘আমার দর্শকরা যা চায়, আমি সেটাই চাই। আমি সবসময় অপেক্ষায় থেকেছি এমন কাজের জন্য যা গুণগতমান সম্পন্ন এবং বাজেটেও বড়। আমার দর্শকদের জন্যই আমি আজ এই অবস্থানে এসেছি, তাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য আমি কৃতজ্ঞ।’
তানজিন তিশার এই নতুন সিনেমায় ফিরেও ভক্তদের মন জয় করার অপেক্ষায় থাকবেন অনেকে। তার অভিনয় যাত্রা ও নতুন রূপে পর্দায় উপস্থিতি নতুন দৃষ্টিভঙ্গি আনবে বলেই আশা করা যায়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন