বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এখন শুধু একজন সফল শিল্পী নন, একইসঙ্গে তিনি একজন দক্ষ ব্যবসায়ীও। সালমান খানের হাত ধরে বলিউডে অভিষেক হলেও সময়ের সঙ্গে নিজেকে প্রমাণ করেছেন ক্যাটরিনা। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ২৬৩ কোটি রুপি।
বিয়ের পর থেকে কিছুটা ব্যক্তিজীবনে মনোযোগী হলেও অভিনয় ও ব্যবসায়িক সাফল্যের কারণে এখনও আলোচনার শীর্ষে রয়েছেন তিনি।
২০১৮ সালে সৌন্দর্য পণ্য সংস্থা ‘নাইকা’তে ২.০৪ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন ক্যাটরিনা, যা ২০২১ সালে গিয়ে দাঁড়ায় ২২ কোটি রুপিতে। এর পাশাপাশি ২০১৯ সালে তিনি নিজস্ব কসমেটিক ব্র্যান্ড ‘কে বিউটি’ চালু করেন।
মাত্র কয়েক বছরের মধ্যেই কে বিউটি ভারতীয় বাজারে দারুণ সাড়া ফেলেছে। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, এই ব্র্যান্ডের বার্ষিক আয় দাঁড়িয়েছে প্রায় ২৪০ কোটি রুপি, যা ভারতের সবচেয়ে বেশি বিক্রীত কসমেটিক ব্র্যান্ডগুলোর একটি।
অভিনয়ের পাশাপাশি ক্যাটরিনা ভারতে ও বিদেশে অনেক সম্পত্তির মালিক। মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় তার একটি ১৭ কোটি রুপির অ্যাপার্টমেন্ট রয়েছে, যেখানে তিনি বিয়ের আগে বসবাস করতেন। লন্ডনে তার রয়েছে ৭.২ কোটি রুপির একটি বাড়ি। বর্তমানে তিনি স্বামী অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে মুম্বাইয়ের জুহু এলাকায় বসবাস করছেন।
ক্যাটরিনার ব্যক্তিগত সংগ্রহে রয়েছে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি। তার মধ্যে রয়েছে, রেঞ্জ রোভার ভোগ এলডব্লিউবি (মূল্য: ২.৩৭ কোটি রুপি), মার্সিডিজ জি ক্লাস (মূল্য: ৬৬ লাখ রুপি), অডি কিউ৭ (মূল্য: ১ কোটি রুপি)
সিনেমার পারিশ্রমিক, ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও কসমেটিক ব্যবসা মিলিয়ে বর্তমানে ক্যাটরিনা কাইফের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৬৩ কোটি রুপি।