ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

পোড়া শরীরের ছবি দেখে হাসপাতালে ভর্তি পরীমণি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৫:২১ পিএম
চিত্রনায়িকা পরীমণি। ছবি - সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন চিত্রনায়িকা পরীমণি। শিশুদের পোড়া শরীরের ছবি ও ভিডিও দেখে তিনি এতটাই ভেঙে পড়েন যে, সোমবার রাতে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করাতে হয়। মঙ্গলবার দুপুরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেইজে একটি স্ট্যাটাস শেয়ার করে বিষয়টি জানান তিনি।

 চিত্রনায়িকা পরীমণি। ছবি - সংগৃহীত

পরীমণি লেখেন, ‘আগুনের একটা ট্রমা আমার আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনও এতো ভয়ংকর ভাবে আছে সেটা এভাবে বুঝতে পারি নাই আগে। গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপ ভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হসপিটালে এ‍্যাডমিশন নিতে হয়। বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবে আল্লাহ! আল্লাহ আল্লাহ……’

পরীমণির ফেসবুক পোস্ট। ছবি - সংগৃহীত

উল্লেখ্য, সোমবার দুপুরে রাজধানীর উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কাছে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই একজন শিক্ষার্থী প্রাণ হারায়, আহত হয় আরও অন্তত সাতজন। গুরুতর দগ্ধ কয়েকজনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালসহ (সিএমএইচ) বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

মর্মান্তিক এই দুর্ঘটনায় সারাদেশের মানুষ স্তব্ধ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে, অনেকেই ঘটনাটিকে ঘিরে নিজেদের আবেগ ও আতঙ্ক প্রকাশ করছেন। পরীমণির মতো অনেকে আবার মানসিকভাবে ভেঙে পড়ছেন এমন দৃশ্য দেখে।

 চিত্রনায়িকা পরীমণি। ছবি - সংগৃহীত

বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, প্রশিক্ষণ চলাকালীন যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

এদিকে আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি, দুর্ঘটনাস্থল ঘিরে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।