অবশেষে প্রতীক্ষার অবসান। বলিউডের জনপ্রিয় দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাদের কন্যা দুয়া প্রথমবারের মতো প্রকাশ্যে নিয়ে এলেন। দীপাবলির আবহে পরিবারের সঙ্গে ধরা দিয়েছে ছোট্ট দুয়া, যা শিরোনাম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, মা-মেয়ের সাজ মিলিয়ে লাল রঙের জমকালো চুড়িদার পরেছে দুয়া। মানানসই সোনার গয়না পরিধান করেছেন ছোট্ট নায়িকা। দীপিকাও লাল রঙের পোশাকে সাজিয়েছেন দীপাবলির উৎসবকে কেন্দ্র করে মা-মেয়ের সাদৃশ্য। দুয়ার মাথায় দু’পাশে ছোট ঝুঁটি, আর রণবীরের পরনে সাদা ও ঘিয়ে রঙের মিশ্রণে শেরওয়ানি।
ছবিগুলোতে দেখা গেছে, কখনো দুয়া হাসছে, কখনো আকাশের দিকে তাকিয়ে বাবা-মাকে দেখাচ্ছে। রণবীর ও দীপিকা দু’জনেই কন্যাকে আদরে ভরিয়ে রেখেছেন। পরিবারের আনন্দময় মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লিখেছেন, ‘দীপাবলির শুভেচ্ছা।’
ফ্যানদের প্রতিক্রিয়া তুঙ্গে। কেউ বলছেন, দুয়া হুবহু দীপিকার মতো, আবার কেউ বলছেন, মেয়ের মুখে রণবীরের ছাপ স্পষ্ট। পাঁচটি ছবির মধ্যে শেষটিতে দেখা গেছে-দীপিকার কোলে বসে জোড়হাতে ঈশ্বরের উদ্দেশে প্রার্থনা করছে ছোট্ট দুয়া।
উল্লেখ্য, গত বছর গণেশ চতুর্থীর পরের দিনই কন্যাসন্তানের জন্মের খবর ঘোষণা করেছিলেন দীপিকা। সেই ধারাবাহিকতায় এবার দীপাবলির দিনেই কন্যার মুখ উন্মোচন করলেন তারা।