ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণির জন্মদিন ২৪ অক্টোবর। বরাবরের মতো জাঁকজমক আয়োজন নয়, এবারে চার দিন আগেই নিজের জন্মদিন উদযাপন করলেন তিনি।
সোমবার রাতে ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করে পরীমণি জানান, এ বছর জন্মদিনে তিনি দেশে থাকবেন না। তাই আগেভাগেই কেক কেটে উদযাপন করেছেন।
ছবিগুলোতে দেখা যায়, তার সঙ্গে ছিলেন অর্ক নামে এক তরুণ। পোস্টের নিচে অনেকেই জানতে চান অর্কের পরিচয় ও পরীমণির সঙ্গে সম্পর্ক কী।
পরীমণি পোস্টে লিখেছেন, অর্ক একজন মেকআপ আর্টিস্ট, যার সঙ্গে পরিচয় কাজের সুবাদে। ও ঢাকায় একাই থাকে, আমাদের বাসাও একই এলাকায়। খুব ভালো রান্না করে, মাঝে মাঝে খাবার আদান-প্রদান হয়। ওর ছোট ছোট আবদার থাকে, তেমনি এক আবদারে ওর বাসায় গিয়েছিলাম, গিয়েই দেখি এই আয়োজন!
তিনি অর্ককে ‘ভাই’ সম্বোধন করে ধন্যবাদ জানিয়ে লেখেন, এটাই এবারের জন্মদিনের প্রথম উদযাপন।
পরীমণিকে সর্বশেষ দেখা গেছে অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ। মুক্তির অপেক্ষায় আছে তার নতুন ছবি ‘ডোডোর গল্প’। এ ছাড়া তিনি সম্প্রতি ‘গোলাপ’ নামের একটি নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন নিরব।